জাতীয়

‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা

মুক্তমন রিপোর্ট : জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ এবং চেতনাকে বাঁচিয়ে রাখার মধ্য দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত, গণতান্ত্রিক ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে গঠন করা হয়েছে  ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’ কমিটি।  জুলাই বিপ্লবে সরাসরি অংশগ্রহণকারীদের সমন্বয়ে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আগামী এক বছরের জন্য সংগঠনটির  আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন সালেহ মাহমুদ রায়হান এবং  সদস্য সচিব  করা হয়েছে ফয়সাল মাহমুদকে।

কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সামরান, যুগ্ম আহ্বায়ক মিরাজুল হক রেজন ও যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন ফরহাদ হোসেন সেতু, ফয়সাল কবির অনিক ও আতিকুর রহমান আসিফ।

সংগঠনটির মুখপাত্র ফানতাসির মাহমুদ, সহ-মুখপাত্র শহীদ পরিবারের সদস্য স্বর্না সরকার ও শিমু আহমেদ এবং মুখ্য সংগঠক হয়েছেন আল মাহমুদ আবির। যুগ্ম মুখ্য সংগঠক সালাউদ্দিন ইউসুফ, নাহিদ রায়হান, রায়া ওয়াসিফা, নূরে আলম নয়ন, শাহাদাত খান, মুস্তাইন বিল্লাহ ও আব্দুল মমিন আশিক।

সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুস্তাফিজ আবির, তাওহীদুল ইসলাম, আনাস ইবনে রহমান, মাহমুদুল হাসান, এনামুল কবির, মেহেদী হাসান ইমাম, আব্দুর রহমান নাবিল, ফাহিম মোরশেদ আলফি, মাহাথির মেসুত হিমেল, চৈতি ইসলাম বৃষ্টি, মিশকাতুন নূর তাহসিন, মুশতাক তাহমিদ, নূর মোহাম্মদ, সৈয়দ সামিউল ইসলাম, ফারাহাত সাজিদ, নাইমুর রহমান আশিক, সাব্বির রহমান ও মো: আতিকুর রহমান।

যুগ্ম মুখ্য সংগঠক শাহাদাত খান, মুস্তাইন বিল্লাহ ও আব্দুল মমিন আশিক। আইটি সম্পাদক মো. সাব্বির আহমেদ, সহকারী আইটি সম্পাদক তানভীরুল ইসলাম ও আরিয়ান আহমেদ।

কার্যকরী সদস্য ফারজানা জাহান নিলা, সিরাজুম মনির শিরিন সুলতানা মাফি, ওয়ালিদুর রহমান, মো. মেহেদী হাসান, রাইসুল রহমান রাতুল, আদিত্য চৌধুরী, সারাফাত রহমান, সরদার রিয়াদ, তানভীর হাসান, মো. আল ইমরান, রাসেল হোসেন, আবরার হানিফ, রিয়াদ আহনাফ, ইমন রহমান ফরহাদ, মাসুম, ইঞ্জি. মো. নাসরুল্লাহ ও ফজলে রাব্বি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button