ভারত থেকে অনুপ্রবেশকালে এক সুদানি নারী আটক
ফেনী জেলা প্রতিনিধঃ ভারতের সীমান্ত এলাকা দিয়ে ফেনীতে অনুপ্রবেশের সময় সুদানের এক নারীকে আটক করেছে বিজিবি। সোমবার ভোরে জেলার পরশুরাম উপজেলার পূর্ব নিজ কালিকাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, সুদানের আব্দেল রহিমের কন্যা ইসলাম আব্দেল রহিমের সঙ্গে থাকা পাসপোর্টের তথ্যমতে, তিনি কিছু দিন ভারতে অবস্থান করেন। সোমবার ভোরে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে ফেনীর পরশুরাম উপজেলার পূর্ব নিজ কালিকাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছে থাকা একটি মোবাইল ফোন, ১০০ ইউএস ডলার, ভারতীয় ৩০ রুপি ও নিজের ব্যবহৃত কাপড় জব্দ করা হয়েছে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।
ফেনী-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরশুরাম সীমান্ত থেকে সুদানের এক নাগরিককে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। এর সঙ্গে স্থানীয় মানবপাচার চক্র জড়িত থাকতে পারে। সীমান্তে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।’
প্রসঙ্গত, একই এলাকা থেকে গত বছরের ৭ নভেম্বর ইথিওপিয়ান, ২৯ ডিসেম্বর নাইজেরিয়ান একাধিক নাগরিককে আটক করেছে বিজিবি।