ভোরের কাগজ ‘খুলে দিন’, সাবেরের অফিসের সামনে কর্মীদের অবস্থান
স্টাফ রিপোর্টারঃ’ভোরের কাগজে’র কার্যালয় খুলে দেওয়া, পত্রিকার প্রকাশনা অব্যাহত রাখাসহ বকেয়া পরিশোধের দাবিতে রাজধানীর কাকরাইলে কর্ণফুলী গ্রুপের প্রধান কার্যালয় এইচআর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির সংবাদকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে তাদের এই কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারাও অংশ নিয়ে ভোরের কাগজের বন্ধ কার্যালয় খুলে দেওয়ার দাবি রেখেছেন; না হলে পত্রিকার মালিক সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে তার অন্যান্য ব্যবসা বাণিজ্য গুটিয়ে ফেলতে হবে বলেও সতর্ক করা হয়েছে।
ওই নোটিসে বলা হয়, “ভোরের কাগজ কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১২ ধারা অনুযায়ী মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছেন যা ২০-০১-২০২৫ ইং তারিখ থেকে কার্যকর হবে।”
পররদিন মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভোরের কাগজের প্রধান প্রতিবেদক খোন্দকার কাওছার হোসেন দাবি মেনে নিতে মালিকপক্ষকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন। অন্যথায় মালিক পক্ষের অফিস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। সেই ঘোষণা অনুয়ায়ী দুপুরে এইচআর ভবনের সামনে অবস্থান নিয়েছেন সংবাদপত্রটির কর্মীরা।
সেখান থেকে প্রতিষ্ঠানের সংবাদকর্মীরা ‘ন্যায্য পাওনাসহ’ ভোরের কাগজ বন্ধের পেছনের ‘ষড়যন্ত্রকারীদের’ আইনের আওতায় আনারও দাবি জানিয়েছেন।