শ্যামপুর থেকে নিষিদ্ধ পলিথিন সহ ১ জনকে আটক করেছে পুলিশ।
স্টাফ রিপোর্টারঃ রাজধানীর শ্যামপুর থেকে নিষিদ্ধ পলিথিন বহন করার দায়ে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত নাম মোঃ জসিম উদ্দিন। এসময় বেশ কয়েকটি পলিথিনের পেটি জব্দ করে পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় লক্ষাধিক টাকা। তিনি চকবাজার থেকে ভ্যানযোগে পলিথিন নিয়ে জুরাইন আসছিলেন।
গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পোস্তগোলা ফায়ার সার্ভিসের সামনে স্থানীয় জনতা নিষিদ্ধ পলিথিন বোঝায় একটি রিক্সাভ্যান আটক করে শ্যামপুর থানায় খবর দেয়। খবর পেয়ে এসআই হানিফ ঘটনা স্থলে এসে ভ্যানচালক মোঃ জসিম উদ্দিনকে নিষিদ্ধ পলিথিন সহ আটক করে থানায় নিয়ে আসে।
জানা যায়,জুরাইন এলাকায় বিসমিল্লাহ টাওয়ারের নিচে সুফিয়ান নামক এক ব্যবসায়ী এই নিষিদ্ধ পলিথিনের মালিক।
সুফিয়ান ও খোকন দীর্ঘদিন ধরে এই নিষিদ্ধ পলিথিনের ব্যবসা করে আসছে। সত্যতা স্বীকার করে তারা জানায়, শ্যামপুর থানার দুই পুলিশ সদস্যদের মাধ্যমে থানা ম্যানেজ করে এই পলিথিনে ব্যবসা করে আসছে।
শ্যামপুর অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান,পুলিশের বিরুদ্ধে অভিযোগটি তার জানা নেই। তবে খবর পেয়ে পলিথিনসহ একজনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে পরিবেশ সংরক্ষণ আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।