জাতীয়

৭টি মামলার আসামি ‘ব্রীফকেস হান্নান’কে নয় লক্ষ টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর মতিঝিল বানিজ্যিক এলাকায় এক ব্যক্তির নিকট হতে নয় লক্ষ টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে সাতটি মামলার আসামি মো: হান্নান ওরফে ব্রীফকেস হান্নান ওরফে রবিন ওরফে হান্নু ওরফে রফিকুল ওরফে মান্নান ওরফে পিন্টু (৫৮) কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ।

বুধবার (২২ জানুয়ারি ২০২৫ খ্রি.) দুপুর ০১:৫৫ ঘটিকায় মতিঝিল বানিজ্যিক এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক ০১:৩০ ঘটিকায় জনৈক মিজানুর রহমান শাপলা চত্বরের এলিট এভিয়েশনের অফিস থেকে নয় লক্ষ টাকা একটি ব্যাগে নিয়ে পার্শ্ববর্তী ইস্টার্ন ব্যাংক শাখায় জমা দেয়ার জন্য পায়ে হেঁটে রওনা করেন। তিনি মতিঝিল আইএফসি ইসলামী ব্যাংক শাখার সামনে দুপুর আনুমানিক ০১:৪০ ঘটিকায় পৌঁছলে আগে থেকেই ওঁৎ পেতে থাকা দুই ছিনতাইকারী তার কাঁধের ব্যাগটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় তার চিৎকার শুনে মতিঝিল থানার টহলরত পুলিশ দ্রুত এগিয়ে আসলে ছিনতাইকারী দুইজন দৌঁড়ে পালানোর চেষ্টা করে। টহল পুলিশ তাদেরকে ধাওয়া করে মতিঝিলের টয়েনবী সার্কুলার রোডের হোটেল ডি-বাদশা অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর হান্নানকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের সময় তার হেফাজত হতে একটি চাকু উদ্ধার করা হয়। এ সময় তার সাথে থাকা অন্য ছিনতাইকারী দৌঁড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত হান্নানসহ পলাতক সহযোগীর বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় ছিনতাইয়ের একটি মামলা রুজু করা হয়েছে।

রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত হান্নানের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর, গেন্ডারিয়া, কোতোয়ালি ও পল্টন থানাসহ জামালপুর ও ঢাকার কেরানীগঞ্জে ছিনতাই, চুরি, অস্ত্র ও মাদকের সাতটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত হান্নানের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ ও পলাতক ছিনতাইকারীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button