জাতীয়

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: খন্দকার মোশাররফ

স্টাফ রিপোর্টারঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নির্বাচনকে নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে। গত ১৭ বছর ধরে যারা ক্ষমতায় ছিল তারা এ নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করছে।

শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে নিউইয়র্ক স্টেট বিএনপি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে আয়োজিত এক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সরকার অতি শীঘ্রই নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করবে। এরপরে জনগণ নির্বাচনমুখী হবে। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, তখন আর কোনো ষড়যন্ত্র কাজে দিবে না। জনগণই সকল ষড়যন্ত্রের মোকাবেলা করবে। অতএব অনতিবিলম্বে নির্বাচন দেন।

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্যে তিনি বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতাকে ফিরিয়ে দেন। জনগণই নির্বাচিত করবে কারা হবে তাদের সরকার। নির্বাচিত সরকার হবে এদেশের স্থায়ী সরকার। অন্তর্বর্তীকালীন সরকার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকতে পারে না।

তিনি আরও বলেন, অনেকে বলছে আমরা নাকি ক্ষমতার জন্য নির্বাচন চাচ্ছি। কিন্তু, আমরা দল হিসেবে কখনো ক্ষমতার জন্য চেষ্টা করিনি।
মোশাররফ হোসেন বলেন, অনেকে দাবি করতে চান যে জুলাই-আগস্টে এই স্বৈরাচার সরকারের পতন হয়েছে, দেশে গণতন্ত্র ফিরে পেয়েছ। কিন্তু, এই আন্দোলন গত ১৭ বছর যাবত চলেছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না।

তিনি বলেন, যেকোনো আন্দোলন সফল হতে হলে এর পেছনে দীর্ঘ ইতিহাস থাকে। জুলাই-আগস্টে যে আন্দোলন সফল হয়েছে, এই আন্দোলনে বিএনপির দীর্ঘ সময়ের রেকর্ড রয়েছে। এটা অস্বীকার করার সুযোগ নেই। অতএব এই আন্দোলনে বিএনপি অংশগ্রহণের দাবিদার।

তিনি আরও বলেন, এদেশের জনগণ এই আন্দোলনকে সফল করার পরে, আন্দোলনের ফল হিসেবে যারা ক্ষমতায় এসেছেন, তারা কোনো জনগণের নির্বাচিত সরকার নয়। তারা এই আন্দোলনের ফসল এবং তারাও দাবি করে, তারা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপির পক্ষ থেকে আমরা এই সরকারকে সমর্থন করেছি।

নিউইয়র্ক স্টেট বিএনপি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মো. অলিউল্লা আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাটসহ আরও অনেক উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button