জাতীয়

পরিবর্তন চাইলে ইসলামের দিকে আসতে হবে: চরমোনাই পীর

স্টাফ রিপোর্টারঃ৫ আগস্টের পর ছাত্রজনতার মাঝে পরিবর্তনের আশা জেগেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রজাউল করীম। পরিবর্তনের মাধ্যমে ভালো কিছু চাইলে ইসলামের দিকেই সবাইকে আসতে হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ৫ আগস্টের আগে গত ৫৩ বছর যারা দেশ চালিয়েছেন তাদেরকে নতুন করে আর দেখার কিছু নেই। যারা দেশ ও ইসলামকে ভালোবাসেন তাদেরকে শান্তির একমাত্র পথ ইসলামের নীতি আদর্শের দিকেই আসতে হবে। ভাল কিছু চাইলে আমাদেরকেই চেষ্টা করতে হবে, গতানুগতিকভাবে চলছে নিজের পায়ে নিজেই কুড়াল মারার মত অবস্থা হবে।

শনিবার রাজধানীর কারওয়ানবাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চরমোনাই পীর আরও বলেন, যারা এতদিন দেশ চালিয়েছে তাদের কাছ থেকে নতুন কিছু আশা করা যাবে না। তাদের সময়ে দেশ তামাম দুনিয়ার মধ্যে ৫ বার চোরের দেশ হিসেবে শীর্ষ হয়েছে, লক্ষ মায়ের বুক খালি হয়েছে, বিদেশে টাকা পাচার হয়েছে। এসবের পরিবর্তন আমাদেরই করতে হবে।

সম্মেলনে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, একজন গেছে আরেকজন এসে চাঁদাবাজি-দখলবাজি করবে তা এদেশের মানুষ মেনে নেবে না। এবার তারা ইসলামের সরকার দেখতে চায়। এবার ইসলামপন্থিদের একটা ভোটের বাক্স হবে।

এসময় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, এত রক্ত ঝরানোর পরও যারা আওয়ামী লীগের পক্ষ নেবে তাদেরকে মানুষ মেনে নেবে না। নির্বাচন নিয়ে ভারত ও আওয়ামী লীগের কথার সাথে বিএনপির কথা মিলে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, যারা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করবে তাদেরকে জনগণ উৎখাত করবে।
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলামের পরিচালনায় সম্মেলনে দলের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় নেতা লোকমান হোসেন জাফরী, আহমদ আব্দুল কাইয়ুম প্রমুখ।

সম্মেলনে নতুন মেয়াদে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি হিসেবে অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ ও ও সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলামের নাম ঘোষণা করেন চরমোনাই পীর। পরে তাদের শপথ পড়ান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button