জাবিতে ভর্তি পরীক্ষায় আসন প্রতি লড়বেন ১৪৫ জন
প্রতিনিধি, জাবিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ১৮১৪টি আসনের বিপরীতে ২৬২৪৯০ টি আবেদন জমা পড়েছে। সে হিসাবে প্রতিটি আসনের বিপরীতে প্রায় ১৪৫ জন শিক্ষার্থী লড়বেন।
শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্টার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা তথ্যটি নিশ্চিত করেছেন।
ইউনিট ভিত্তিক আবেদন বিশ্লেষণ করে দেখা যায় সবচেয়ে বেশি আবেদন পড়েছে জীববিজ্ঞান অনুষদ ভুক্ত ডি ইউনিটে। ৩১০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৮৬৭৮৮টি। প্রতিটি আসনের জন্য ২৮০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রতিযোগিতা করবেন। দ্বিতীয় সর্বচ্চো আবেদন পড়েছে ‘এ’ ইউনিটে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ ভুক্ত ‘এ’ ইউনিটে ৪২৬ আসনের বিপরীতে লড়াই করবেন ৭৩,১৬৯ জন শিক্ষার্থী।
এছাড়াও কলা ও মানবিকী অনুষদ ও আইন অনুষদ ভুক্ত ‘সি’ ইউনিটে ৪৩৮ টি আসনের বিপরীতে লড়বেন ৫৩,৪০১ জন শিক্ষার্থী। সমাজবিজ্ঞান অনুষদ ভুক্ত ‘বি’ ইউনিটে
৩২৬ টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৩,৭৭৪টি।‘সি১’ ইউনিটে (নাট্যতত্ত্ব ও চারুকলা) ৬৪ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৫,৫০৭টি।‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ২০০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ১৫,১৮৩টি। ‘আইবিএ-জেইউ’ এ ৫০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪,৬৮৮টি।
ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ নিয়ে আলী রেজা বলেন,ভর্তি পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত (শুক্র ও শনিবার ব্যতীত) অনুষ্ঠিত হবে। তবে কোন তারিখে কোন ইউনিটের পরীক্ষা হবে তা এখনো চূড়ান্ত নয়।
পরীক্ষার চূড়ান্ত সময়সূচি ও অন্যান্য তথ্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইট এবং দৈনিক পত্রিকার বিজ্ঞপ্তিতে জানানো হবে। তবো পরীক্ষার প্রবেশপত্র ২ ফেব্রুয়ারি থেকে ju-admission.org ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে বলে তিনি জানিয়েছেন।
উল্লেখ্য এর আগে গত ১ জানুয়ারি থেকে ভর্তির আবেদন শুরু হয়ে ২১ জানুয়ারি পর্যন্ত চলমান ছিল।