বগুড়ায় আইনজীবী, শিক্ষক ও ব্যবসায়ী আটক ওরা ১১ জন ছিল জুয়ার আসরে
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে আইনজীবী, শিক্ষক ও ব্যবসায়ীসহ ১১ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
শুক্রবার রাতে জুয়াড়িদের আটক করে শনিবার সকালে থানা থেকে আদালতে সোপর্দ করা হয়। বিষয়টি এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
আটকরা হলেন ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলি গ্রামের জালাল উদ্দিনের ছেলে খাদুলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিল উদ্দিন (৫৫) গোপালপুর খাদুলী গ্রামের সামাদ মুন্সীর ছেলে রানডিলা আতাউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলাম(৫৫) দেউড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে অ্যাডভোকেট মাহবুবুর রহমান মোমিন (৩৭) ধেরুয়াহাটি গ্রামের আলিম উদ্দিনের ছেলে ব্যবসায়ী আল আমিন (৫২) ধেরুয়াহাটি গ্রামের মোনছের আলী ছেলে ব্যবসায়ী রতন সরকার (৪৭) খাদুলি গ্রামের আমজাদ হোসনের ছেলে রাকিব (৪৮) কাশিয়াহাটা গ্রামের ইসাহাক আলীর ছেলে জাহাঙ্গীর আলম(৪০) পীরহাটি গ্রামের আবু বক্কর মণ্ডলের ছেলে তোতা মিয়া (৫৪) অলোয়া গ্রামের নওশের আলীর ছেলে সোহেল রানা (৪৩) খাদুলি গ্রামের হানিফ শেখের ছেলে শহিদুল ইসলাম (৩৮) এবং বগুড়া সদর উপজেলার নারুলী গ্রামের মোজাম্মেল হকের ছেলে বাবুল আক্তার (৫০)।
ধুনট থানার এসআই মুনজুর মোর্শেদ জানান, শুক্রবার মথুরাপুর বাজারস্থ পিরহাটি গ্রামের আজগর আলীর ছেলে ইমনের চৌচালা একটি ঘরে জুয়ার আসর থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া
খেলার সরঞ্জামাদি ও নগদ ৪৪ হাজার ৫ শত ২০ টাকা জব্দ করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান,আটকদের শনিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।