সুইজারল্যান্ড থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
স্টাফ রিপোর্টারঃ সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক (ডব্লিউইএফ) সম্মেলনে যোগদান করে চার দিনের ব্যস্ত সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার বিকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট সুইজারল্যান্ডের জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। দুবাই হয়ে ফ্লাইটটি শনিবার বিকাল ৫টা ৭ মিনিটে ঢাকায় অবতরণ করে।
ডব্লিউইএফ সম্মেলন এবং এর ফাঁকে ৪৭টি ইভেন্টে যোগ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর মধ্যে চারজন রাষ্ট্র বা সরকার প্রধান, মন্ত্রী পর্যায়ের চার জন প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থার ১০ জন শীর্ষ কর্মকর্তা বা নির্বাহী, বৈশ্বিক শীর্ষস্থানীয় ১০ ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বা সিইও, বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ৯টি আনুষ্ঠানিক নৈশ ও মধ্যাহ্নভোজ, ৮টি গণমাধ্যমের সাথে সাথে সাক্ষাৎকার এবং আরও দুটি অন্য অনুষ্ঠান রয়েছে।
সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টা সাতটি প্রোগ্রামে যোগ দেন। এর মধ্যে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা, মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসজেন, থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম,জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সজান্ডার স্টুবের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
সফরের দ্বিতীয় দিন ১৪টি প্রোগ্রাম এবং কয়েকটি সাইড ইভেন্টে যোগ দেন ড. ইউনূস। এর মধ্যে হেড অব ফেডারেল চ্যান্সেলারী এন্ড ফেডারেল মিনিস্টার ফর টাস্ক, ফেডারেল চ্যান্সেলারী অব জার্মানি, বেলজিয়ামের রাজা কিং ফিলিপ, সুইজারল্যান্ডের ফেডারেল কাউন্সিলর, ফেডারেল ডিপার্টমেন্ট ফর ফরেন অ্যাফেয়ার্স ইগনাজিও ক্যাসিস, সংযুক্ত আরব আমিরাতের দুবাই কালচারাল এন্ড আটর্স অথরিটির চেয়ারপার্সন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স সিসেকদি, যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক সাবেক বিশেষ দূত জন কেরি, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ ছাড়া সম্মেলন চলাকালে ‘দ্য স্টেট অব ক্লাইমেট এন্ড ন্যাচার’ শীর্ষক একটি পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তৃতা করেন এবং ডাভোসের একটি হোটেলে শোয়াব ফাউন্ডেশন আয়োজিত সোশ্যাল এন্ট্রিপ্রিনিয়ারশিপের অনুষ্ঠানে যোগ দেন অধ্যাপক ইউনূস।
সফরের তৃতীয় দিনে ১৪টি নির্ধারিত ইভেন্টে ছাড়াও কয়েকটি প্রোগ্রামে যোগ দেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে মেটা প্ল্যাটফর্মের গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগ, ইউএই-ভিত্তিক গ্লোবাল লজিস্টিকস প্রোভাইডার ডিপি ওয়াল্ডের গ্রুপ চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকতা সুলতান আহমেদ বিন সুলাইমান, অ্যামনেস্টি ইন্টারন্যানালের মহাসচিব অ্যাগনেস কালামার্ড, ড্যানিস শিপিং এন্ড লজিস্টিকস কোম্পানি এ.পি মোলার-মায়েরস্কের চেয়ারম্যান রবার্ট মায়েরস্ক উগালা এবং বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) আনা বিজার্ডের সঙ্গে বৈঠক করেন তিনি।
সুইজারল্যান্ড সফরের শেষ দিনে সাতটি ইভেন্টে যোগ দেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে ডব্লিউইএফের প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াবের একের পর এক অনুষ্ঠান, ডাভোসের জলবায়ু হাবের একটি ইভেন্টে ভাষণ, আমেরিকান বিনিয়োগকারী রে ডালিও এবং জেনেল গ্রুপের নির্বাহী চেয়ারম্যান আমের আলিরেজার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
প্রধান উপদেষ্টা ডাভোসের উদ্দেশে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে গত সোমবার রাত ১টায় ঢাকা ত্যাগ করেন। মঙ্গলবার বিকাল ৫টা ২৫ মিনিটে দেশটির জুরিখ বিমানবন্দরে পৌঁছান তিনি।