জাতীয়

ডিসি সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব যাচ্ছে প্রাণঘাতী অস্ত্রের পরিবর্তে গোপন ক্যামেরা দেওয়া হবে পুলিশকে

স্টাফ রিপোর্টারঃ জেলা প্রশাসক সম্মেলনে উপস্থাপনের জন্য প্রস্তাব তৈরি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ প্রস্তাবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে পুলিশের প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার নিষিদ্ধের কথা বলা হয়েছে। পাশাপাশি পুলিশের পরিধেয় পোশাকে গোপন ক্যামেরা সংযোজনের কথাও বলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র সাপ্তাহিক মুক্তমন কে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, আগামী মাসে (ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় জেলা প্রশাসক সম্মেলনে উপস্থাপনের জন্য প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ থেকে প্রস্তাব চাওয়া হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগ প্রস্তাব পেয়েছে।

সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১ নম্বর প্রস্তাবে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য কর্তব্যরত অবস্থায় বাধ্যতামূলক বডি ক্যামেরা ব্যবহার নিশ্চিতকরণ। এ প্রস্তাবের পক্ষে যুক্তি হিসেবে বলা হয়েছে, তাৎক্ষণিক বিষয়ে অবহিত হওয়া যাবে। দ্রুত অভিযুক্তদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে। সিডিউল অনুযায়ী ডিউটিতে বাহিনীর উপস্থিতির বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২ নম্বর প্রস্তাবে বলেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য মারণাস্ত্র ব্যবহার নিষিদ্ধকরণ। এ প্রস্তাবের পক্ষে মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ‘জনবিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক মারণাস্ত্র ও ছররা গুলি ব্যবহার নিষিদ্ধকরণ প্রয়োজন। সম্প্রতি গণঅভ্যুত্থানের অভিজ্ঞতায় দেখা যায় যে, ছররা গুলি মানবদেহে দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব ফেলে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button