জাতীয়

ভারতের সঙ্গে সব অসম চুক্তি বাতিলের দাবিতে স্মারকলিপি

স্টাফ রিপোর্টারঃ ভারতের সঙ্গে বাংলাদেশের সব অসম চুক্তি বাতিলের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে স্মারকলিপি দিয়েছে আগ্রাসন বিরোধী আন্দোলন।

সোমবার দুপুরে আগ্রাসন বিরোধী আন্দোলনের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল পররাষ্ট্র উপদেষ্টার নিকট এ স্মারকলিপি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, আগ্রাসন বিরোধী আন্দোলনের সদস্য সচিব আলামিন আটিয়া, দপ্তর বিষয়ক সদস্য শাকিল আহমেদ, প্রচার ও বিষয়ক সদস্য তারেক আজিজ।
ভারতের সঙ্গে বাংলাদেশের সব অসম চুক্তি বাতিলের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে স্মারকলিপি দিয়েছে আগ্রাসন বিরোধী আন্দোলন।

সোমবার দুপুরে আগ্রাসন বিরোধী আন্দোলনের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল পররাষ্ট্র উপদেষ্টার নিকট এ স্মারকলিপি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, আগ্রাসন বিরোধী আন্দোলনের সদস্য সচিব আলামিন আটিয়া, দপ্তর বিষয়ক সদস্য শাকিল আহমেদ, প্রচার ও বিষয়ক সদস্য তারেক আজিজ।

সদস্য সচিব আলামিন আটিয়া জানান, পতিত ফ্যাসিস্ট সরকার বিগত বছরগুলো ভারতের সাথে প্রভু-দাসনীতি অনুসরণ করেছেন। জনগণের নিকট জবাবদিহিহীন সরকারের নির্বাচনগুলোতে সমর্থন পাওয়ার লক্ষে ভারতের সাথে অনেকগুলো অসম চুক্তি করেছিল। যার কারণে বাংলাদেশের জনগণ শিল্প-বানিজ্য, সংস্কৃতি থেকে শুরু করে এমনকি সীমান্ত হত্যা ও নদীগুলোর পানি বন্টনসহ সকল স্তরে উপনিবেশিক আরচণের শিকার হয়েছেন। আমরা চাই ভারতের সাথে সকল চুক্তি বাতিল করে প্রয়োজনে নতুন করে দুদেশের নীতি নির্ধারক বসে পুনরায় নতুন চুক্তি করুক। যেখানে উভয় দেশের স্বার্থ থাকবে সমানে সমান। আগামী ৬ দিনের মধ্যে সরকার যদি এই উদ্যোগ গ্রহণ করতে ব্যর্থ হয় তাহলে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবো।

সংগঠনটির আহবায়ক ওয়ালী উল্ল্যাহ বলেন, বাংলাদেশের জনগণ ভারতের আগ্রাসন মেনে নেবে না। ভবিষ্যতে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন তারা অবশ্যই এই কথাগুলো মাথায় নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন বলে আগ্রাসন বিরোধী আন্দোলন মনে করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button