আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি
প্রতিনিধি, ঢাবিঃ সংবিধানে আদিবাসী যুক্ত করে এই সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ফোরাম।
শুক্রবার শহীদ মিনারে ‘আত্মমর্যাদা ও আত্মপরিচয়ের স্বীকৃতি আদায়ে আদিবাসীদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম জোরদার করুন শীর্ষক’ আয়োজিত এক সমাবেশে এই দাবি জানান বক্তারা।
এসময় বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও পৃথক ভূমি কমিশন গঠন করার জোর দাবি জানান। এছাড়াও সমাবেশে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার দাবিও জানান হয়।
এসময় ১৫ জানুয়ারি এনসিটিবির সামনে হামলার ঘটনায় দ্রুত সময়ে বিচার নিশ্চিত করাসহ শান্তিচুক্তি বাস্তবায়ন না করলে গণসমাবেশ, লংমার্চসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
এসময় টিআইবির প্রধান নির্বাহী ইখতেখারুজ্জামান বলেন, এই আন্দোলন একটি গোষ্ঠীর নয় বরং প্রতিটি মানুষের আন্দোলন। তাদের সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে।