ফাইনালে ওঠার লড়াই শুরু আজ
স্পোর্টস রিপোর্টারঃ প্রথম ৮ ম্যাচে ৮ জয় পাওয়া রংপুর রাইডার্স শেষদিকে ধরে রাখতে পারেনি তাদের জয়ের ধারাবাহিকতা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত তিনে থেকে তাদের প্লে-অফ খেলতে হচ্ছে। টেবিলের তিনে থাকায় তাদের খেলতে হবে এলিমিনেটর ম্যাচে। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ শেষ ম্যাচে জিতে প্লে-অফ নিশ্চিত করা খুলনা টাইগার্স। আজ দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। সন্ধ্যায় প্লে-অফের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস।
বিপিএলের লিগ পর্বের এক পর্যায়ে চিটাগং কিংসের সামনে সমীকরণ দাঁড়ায় তিন ম্যাচের তিনটিতে জিততে পারলে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে আসবে তারা। শেষ তিন ম্যাচে নিজেদের ওই কাজটা ঠিকঠাকভাবে করেছে চিটাগং কিংস। ফলে রংপুর রাইডার্সকে টপকে টেবিলের দুই নম্বরে উঠে আসে দলটি। তাতে প্রথম কোয়ালিফায়ারে খেলবে দলটি। কোয়ালিফায়ারে তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল লিগ পর্বে ৯ ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্লে-অফে উঠেছে।
আজ নির্ধারিত হবে বিপিএলের এবারের আসরে কারা প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করবে। এর জন্য অবশ্য চোখ রাখতে হবে প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশাল-চিটাগং কিংস লড়াইয়ের দিকে। এই ম্যাচে যে দল জিতবে, তারাই প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করবে। অবশ্য এই ম্যাচে যারা হারবে, তাদের জন্যও থাকছে ফাইনালে ওঠার সুযোগ। এ জন্য অবশ্য তাদের জিততে হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। অন্যদিকে দিনের প্রথম ম্যাচ অর্থাৎ এলিমিনেটরে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের মধ্যে যে কোনো এক দলের ফাইনালে উঠতে হলে অপেক্ষা করতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার পর্যন্ত।
কারণ, এলিমিনেটরে যে দল জিতবে, তারা খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ প্রথম কোয়ালিফায়ারে হারা দল। এলিমিনেটরে যে দল হারবে, তারা বাদ পড়বে টুর্নামেন্ট থেকে। এমন জটিল সমীকরণে টুর্নামেন্টে টিকে থাকতে চার দলের কঠিন লড়াই কেমন হয়Ñ এখন সেটাই দেখার অপেক্ষা।