জাতীয়

বিএনপির মিছিলে আওয়ামী লীগের ককটেল হামলা, আহত ৩

জেলা প্রতিনিধি,দিনাজপুরঃ দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলা চালিয়েছে আওয়ামী লীগ। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকনসহ ৩ নেতা আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ফুলবাড়ি উপজেলা যুবদল বুধবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় দলীয় কার্যালয় থেকে ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ করে ফুলবাড়ী পৌর শহরের পশ্চিম পাশে ব্রিজের কাছাকাছি পৌঁছলে সাবেক মন্ত্রী ফিজারের মার্কেটের সামনে থেকে আওয়ামী লীগ নেতারা পর পর দুইটি ককটেল হামলা করে। ককটেলের আঘাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদৎ আলী সাহাজুল ও পৌর যুবদল কর্মি নুরুন্নবী বকুল আহত হয়েছেন। তাঁদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শিবলি সাদিকের অভিযোগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে সাবেক মন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম মোস্তাফিজুর রহমান ফিজারের ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম ডাবলু ও তাদের সন্ত্রাসী বাহিনী এ ককটেল হামলা করেছে। তিনি এ ধরনের সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

এদিকে ফুলবাড়িতে বিএনপির মিছিলে ককটের নিক্ষেপের ঘটনার প্রতিবাদ জানবয়েছেন দিনাজপুর জেলা যুবদলের সভাপতি আব্দুর মোন্নাফ মুকুল ও সাধারণ সম্পাদক একেএম মাসুদুল ইসলাম মাসুদ। এ ঘটনার সাথে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয়রা জানান, ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদ সরকারের পতনের পর থেকে কয়েক দফা ক্ষমতার পরিবর্তন ঘটলেও কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেনি।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিবুল জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। অতি দ্রুত মূল অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button