জাতীয়

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত ১২টায়

জেলা প্রতিনিধি গাজীপুরঃ তাবলীগ জামাতের শুরায়ী নেজামের (জুবায়ের পন্থি) দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বুধবার বেলা ১২ টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে ইজতেমার মুরুব্বীদের বরাত দিয়ে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান। এছাড়াও বুধবার (৫ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের দিন টঙ্গী হয়ে চলাচলকারী সকল সড়ক মহাসড়কে গণপরিবহন চলাচল স্বাভাবিক রাখা হবে। এবার থাকছে না অন্য বছরগুলোর মতো আগের রাত থেকে আখেরি মোনাজাতের দিন পর্যন্ত সড়ক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ। মঙ্গলবার বিশ্ব ইজতেমা ময়দানে জিএমপি’র নিয়ন্ত্রণ কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এধাপেও অনুষ্ঠিত হয়েছে বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ যৌতুকবিহীন বিয়ে। দু’ধাপে শুরায়ী নেজামের (জুবায়ের পন্থি) তাবলীগ অনুসারীদের প্রথম পর্বের ইজতেমা শেষ হওয়ার পর ৮দিন বিরতি দিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বে মাওলানা সা’দপন্থিদের তিনদিনের ইজতেমা শুরু হওয়ার কথা রয়েছে। ১৬ ফেব্রুয়ারি ওই পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৮তম বিশ্ব ইজতেমা।

এবারের ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন বুধবার আল্লাহ প্রদত্ত বিধি-বিধান ও রাসুল (স.) প্রদর্শিত তরিকা অনুযায়ী জীবন গড়ার আহ্বান জানিয়ে দেশবিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি জিকির আসকার, ইবাদত বন্দেগি আর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পবিত্র কোরআনের আলোকে গুরুত্বপূর্ণ বয়ানের মধ্য দিয়ে অতিবাহিত করেছেন। মহান আল্লাহতাআলার নৈকট্য লাভের ব্যাকুলতায় দ্বীনের দাওয়াতে মেহনত করার

জন্য ইসলামের মর্মবাণী সর্বত্র পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে ছুটে আসছেন টঙ্গীর তুরাগ তীর ইজতেমা ময়দানে। মঙ্গলবারেও টঙ্গী অভিমুখী বাস, ট্রাক, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহনে ছিল মানুষের ভিড়। রোববার আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এ ঢল অব্যাহত থাকবে। ইতোমধ্যে ইজতেমা ময়দান পূর্ণ হয়ে গেছে। মূল প্যান্ডেলে স্থান না পেয়ে অনেকে নিজ উদ্যোগে প্যান্ডেলের বাইরে পলিথিন সিট ও কাপড়ের শামিয়ানা টানিয়ে তাতেই অবস্থান নিয়েছেন।

দ্বিতীয় দিন (বুধবার) যারা বয়ান করলেন:

ইজতেমায় জোবায়ের অনুসারীদের মিডিয়া সমন্বয়কারীর দায়িত্বে থাকা মো. হাবিবুল্লাহ রায়হান জানান, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন বুধবার মুসুল্লীদের উদ্দেশ্যে বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা উবাইদুল্লাহ খুরশিদ। তার বয়ানের তর্জমা করছেন বাংলাদেশের মাওলানা জাকারিয়া। পরে তালিমের জাকারা করেন ভারতের মাওলানা জামাল। এরপর খিত্তায় খিত্তায় তালিম অনুষ্ঠিত হয়। তা চলে জোহরের পূর্ব পর্যন্ত। ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা বয়ানের মিম্বারের সামনে ওলামায়ে কেরামের সাথে কথা বলেন। এসময় পাকিস্তানের মাওলানা ফরীদ নামাযের মিম্বারের সামনে মাদ্রাসার ত্বলাবাদের সাথে কথা বলেন। এরপর বাদ জোহর বয়ান করেন ভারতের মাওলানা ইসমাঈল গোদারা। বাদ আসর বয়ান করেন ভারতের মাওলানা জুহাইরুল হাছান। বয়ান শেষে তিনি যৌতুক বিহীন বিয়ে পড়ান। দিনের শেষে বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। তার বয়ানের তরজমা করেন মাওলানা জুবায়ের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button