জাতীয়
দিনাজপুরে গুঁড়িয়ে দেয়া হলো আ.লীগ কার্যালয়

প্রতিনিধি, দিনাজপুরঃ সারাদেশের মতো দিনাজপুরেও বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ কার্যালয়। একই সঙ্গে দলটির নেতা আজিজুল ইমাম চৌধুরীর বাড়িতে ভাঙচুর করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে শহর ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালান বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এছাড়া নাজপুর শহরের মুন্সিপাড়ায় সাবেক হুইপ ইকবালুর রহিমের বাড়ির সীমানা প্রাচীরও ভেঙে দেওয়া হয়।
এর আগে ৫ আগস্ট সাবেক এই হুইপের বাড়িটি গুঁড়িয়ে দেন ছাত্র-জনতা। ওই সময় আসবাবপত্র লুটে নেয় স্বার্থান্বেষী মহল।
বিক্ষুব্ধরা বলেন, অনেক বেশি বেড়ে গিয়েছিল আওয়ামী লীগ। এ কারণেই দলটির সব নিঃশেষ করে দিয়েছে ছাত্র-জনতা। এর থেকে