পবিপ্রবিতে ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধি, পবিপ্রবিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় টিম-১২ কর্তৃক সদস্য ফরম বিতরণ উপলক্ষে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে বিকালে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে আগ্রহী সদস্যদের মাঝে সদস্য ফরম বিতরণ ও জমাদান পর্ব অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।
কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জহিরুল ইসলাম দিপু পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান রিংকু, যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন। উপস্থিত ছিলেন পবিপ্রবি ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাসহ তিন শতাধিক নবীন সদস্য।
প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহিরুল ইসলাম দিপু পাটোয়ারী বলেন, ছাত্রদল গণতন্ত্রে বিশ্বাস করে। সবার মতামতকে প্রাধান্য দেয়। দেশের রাজনৈতিক কালচারে বড় পরিবর্তন এসেছে। আগে কর্মীদের নেতাদের কাছে যেতে হতো, এখন নেতারা দলের অভিভাবক তারেক রহমানের নির্দেশে কর্মীদের কাছে এসে কর্মিসভা করছেন। বিভিন্ন ইউনিটে ছাত্রদের প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচন করা হচ্ছে।
বিশেষ অতিথি আসাদুজ্জামান রিংকু বলেন, ছাত্রদল সাধারণ ছাত্রদের আস্থার সংগঠন। শিক্ষামূলক কার্যক্রম, বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীরাই দলের চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করবে।
তারেক হাসান মামুন বলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মিসভায় নেতাকর্মীদের ঢল দেখে সত্যিই আনন্দিত হয়েছি। এই ইউনিটে আমরা যথেষ্ট সাড়া পেয়েছি। এ জন্য সবাইকে ধন্যবাদ জানাই।