বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ

প্রতিনিধি, দিনাজপুর ও ফুলবাড়ীঃ যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট। ফলে বন্ধ রয়েছে পুরো উৎপাদন কার্যক্রম।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১ ও ২ নম্বর ইউনিট ২৫০ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিট ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন।
এর মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে ২ নম্বর ইউনিটটি দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে। শুধুমাত্র ১ ও ৩ নম্বর ইউনিট সচল ছিল। যা থেকে প্রায় ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রিডে যোগ করা হতো। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে গত ১৫ ফেব্রুয়ারি ৩ নম্বর ইউনিট বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার বিকেলে ১ নম্বর ইউনিটটিও বন্ধ করা হয়।
প্রকৌশলী আবু বক্কর বলেন, মঙ্গলবার বিকেলে ১ নম্বর ইউনিটের বয়লারে লিকেজ হলে বন্ধ করে দেওয়া হয়। সপ্তাহখানেকের মধ্যে এসব সচল করা সম্ভব হবে বলে আমরা আশা করছি।