জাতীয়

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ‘ছাত্রজনতার’ ব্যানারে উত্তরায় বিক্ষোভ

ইব্রাহিম হাসান(হাসনাইন): আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে উত্তরায়।(১৮ এপ্রিল) শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের সামনে থেকে এই মিছিল অনুষ্ঠিত হয়। ‘ছাত্রজনতার’ ব্যানারে মিছিলে হাজারো লোক উপস্থিত হয়েছে।

বিক্ষোভ মিছিল থেকে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

একই সঙ্গে উত্তরায় আজ আওয়ামী লীগের ব্যানারে মিছিল করেছে তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

মিছিলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছে।

অংশগ্রহণকারীরা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে উত্তরায় আওয়ামী লীগের ব্যানারে মিছিলকারীদের গ্রেপ্তার করতে হবে। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন।
 

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করা একজন ছাত্র নেতা বলেন, যে শেখ হাসিনা মানুষ হত্যা করে, যে আওয়ামী লীগ গুম-খুন করে সেই হাসিনা ও আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করার অধিকার নেই। বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে বলেও দাবি তার।

শুক্রবার ভোরে রাজধানীর উত্তরায় মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। ওই মিছিলের ব্যানের লেখা ছিল, ঢাকা-১৮ সংসদীয় এলাকা।

মিছিল থেকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করা হয়। বিক্ষোভ মিছিলটির পাচ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে আওয়ামী লীগ।

একই দাবিতে যাত্রাবাড়ী, ডেমরা আংশিক কদমতলী থানা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল করেছে। যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফেসবুক পেজে।

ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী বিক্ষুব্ধ জনতা বিএনএস সেন্টারের সামনে থেকে মিছিলটি শুরু করে উত্তরার বিভিন্ন পয়েন্ট ঘুরে আজমপুর আমির কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।
আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আগামী রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্মারকলিপি প্রদান করবেন এবং তাৎক্ষণিক তিনদিনের কর্মসূচি দিয়ে তাদের বিক্ষোভ কর্মসূচি শেষ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button