জাতীয়

“নোয়াখালীতে আগামীকাল রেলপথ অবরোধের ঘোষনা বৈষময়বিরোধী ছাত্র আন্দোলনের”

নিজস্ব প্রতিবেদক:
বিগত সরকারের আমলে নেওয়া নোয়াখালীর জন্য বরাদ্ধকৃত “সুবর্ণচর এক্সপ্রেস” দ্রুত চালু করার দাবিতে আগামীকাল রেলপথ অবরোধের ঘোষনা দিয়ে প্রেসব্রিফিং করেছেন বেষম্যবিরোধী ছাত্রআন্দোলন নোয়াখালী জেলা শাখার নেতাকর্মীবৃন্দ।

বৈষম্যবরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আফসার বিন আজিজ বলেন গত ছয় মাস আগেই নোয়াখালীর জন্য সুবর্নচর এক্সপ্রেস নামে দেওয়া ট্রেনটির জন্য স্বারকলিপি দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকরি কোনো কিছুই হয়নি।অথছ বিগত সরকারের সময়ের একই ধরনের ট্রেন নরসিংদী ও রংপুরে দেওয়া হয়েছে।এটা নোয়াখালীর মানুষের সাথে বৈষম্য সৃষ্টি করা হয়েছে।এ নিয়ে নোয়াখালীর সর্বস্তরেের জনগনকে সাথে নিয়ে আমরা আমাদের দাবী আদায়ে মাইজদী কোর্ট স্টেশন (মহিলা কলেজ পিছনে)
সময়ঃ ভোর ৬ টায় রেলপথ অবরোধ করবো।
ঈনশাল্লাহ আমরা আশা করছি সরকার এ বিষয়ে খুব দ্রুত সময়ে বরাদ্ধকৃত ট্রেন টি দেওয়ার উদ্যোগ নিবেন। আমরা সফল হয়ে ঘরে ফিরবো।।

এআর.রহমান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button