ঢাকা প্রতিনিধি : আগেও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার চোখ ছিল ঢাকা- ১৮ আসনের দিকে।সমঝোতার কারণে ঢাকা-১৮ আসন থেকে নৌকা সরিয়ে নিলেও মাঠে ছিল দুইজন হেভিওয়েট প্রার্থী। একজন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক খসরু চৌধুরী কেটলি মার্কা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন ট্রাক প্রতিক নিয়ে নির্বাচনে লড়াই করেছিলেন। এছাড়াও জাতীয় পার্টির প্রভাবশালী প্রার্থী প্রেসিডিয়াম সদস্য, জিএম কাদের এর স্ত্রী শেরীফা কাদের ঢাকা ১৮ আসনে নির্বাচন করায় সবার চোখ ছিল আসনটিতে। দিনব্যাপী সুষ্ঠ ভোটের মাধ্যমে ভোট হয় এলাকাবাসীর মাঝে ছিল স্বস্তি।
বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসা শুরু করলে কেটলি মার্কা এগিয়ে থাকায় সমর্থকদের মাঝে বিজয় আনন্দ করতে দেখা যায়।
উত্তরা কমিউনিটি সেন্টারের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রের সহকারী রিটার্নিং অফিসার মো. সাইদুর রহমান রোববার (৭ জানুয়ারি) রাতে এ তথ্য জানান।
সাইদুর রহমান বলেন, ঢাকা-১৮ আসনের ২১৭টি ভোট কেন্দ্রের ১ লাখ ৩৪ হাজার ২৬০টি ভোটের মধ্যে খসরু চৌধুরী কেটলি মার্কায় পেয়েছেন ৭৯ হাজার ৮৫ ভোট। ৩৪ হাজার ১৭৬ ভোট কম পেয়ে দ্বিতীয় হয়েছেন ট্রাক মার্কার অপর স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এস এম তোফাজ্জল হোসেন। জাতীয় পার্টির শেরীফা কাদের লাঙ্গল মার্কা নিয়ে পেয়েছেন ৬ হাজার ৪২৯ ভোট।
স্বতন্ত্র প্রার্থী মো. নাজিম উদ্দিন মোড়া মার্কায় পেয়েছেন ২ হাজার ৫ ভোট। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) এস এম আবুল কালাম আজাদ টেলিভিশন মার্কায় পেয়েছেন ৫৯১ ভোট। বাংলাদেশ কল্যাণ পার্টির দয়াল বড়ুয়া হাতঘড়ি মার্কায় পেয়েছেন ৩৩৭ ভোট। জেডিপি’র ফাহমিদা হক সুকন্যা ছড়ি মার্কায় পেয়েছেন ১০৯ ভোট। ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. জাকির হোসেন ভূঁইয়া আম মার্কায় পেয়েছেন ২৫১ ভোট। তৃণমূল বিএনপির মোহাম্মদ মফিজুর রহমান সোনালি আঁশ মার্কায় পেয়েছেন ১৮১ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. বশির উদ্দিন ঈগল মার্কায় পেয়েছেন ৩৬৩ ভোট।
এই আসনটিতে মোট ভোট দিয়েছেন ১ লাখ ৩৪ হাজার ২৬০ জন। যার মধ্যে বাতিল (অবৈধ) হয়েছে ১ হাজার ৫৭৩ ভোট। ভোট পরেছে ২৩ দশমিক ০৮ শতাংশ।