শিল্পকলা একাডেমির আয়োজনে প্রথমবারের মতো “চাঁদ রাতের আনন্দ অনুষ্ঠান”

মুক্তমন রিপোর্ট : ঈদ-উল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে রাজধানীর সেগুনবাগিচায় একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে মনোজ্ঞ পরিবেশনা “চাঁদরাতের আনন্দ অনুষ্ঠান”। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো এ আয়োজন অনুষ্ঠিত হবে আগামিকাল রোববার সন্ধ্যা ৭.০০ টায়। ব্যান্ডদল বেঙ্গল সিম্ফনী, জনপ্রিয় কন্ঠশিল্পী ন্যান্সি এবং কাওয়ালী ও মাইজভান্ডারী পরিবেশনায় থাকবেন আহমেদ নূর আমেরী।
সঙ্গীত পরিবেশনার পাশাপাশি থাকবে মেহেদী কর্ণার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোস্তফা সরয়ার ফারুকী, উপদেষ্টা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মো: মফিদুর রহমান, সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন মোহাম্মদ ওয়ারেছ হোসেন, সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
পরিবেশনার শুরুতেই কাওয়ালি ও মাইজভান্ডারী পরিবেশন করবেন আহমেদ নূর আমেরী ও সহশিল্পীবৃন্দ। এরপর জনপ্রিয় কন্ঠশিল্পী ন্যান্সি একক পরিবেশনা উপস্থাপন করবেন। সবশেষে সমবেত সঙ্গীত পরিবেশন করবে “দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না” খ্যাত ব্যান্ডদল বেঙ্গল সিম্ফনী। অনুষ্ঠান আয়োজন সকলের জন্য উন্মুক্ত থাকবে।