অধিকার বঞ্চিত মানুষদের পাশে জামায়াত ছিলো, আছে এবং থাকবে : অধ্যক্ষ আশরাফুল হক

নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পূর্ব থানার আয়োজনে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার বিকালে স্থানীয় এক হলরুমে উত্তরা পূর্ব থানা সেক্রেটারি আতিক হাসান রুবেল এর সঞ্চালনায় এবং থানা আমির ও মহানগরী মজলিশে শূরা সদস্য মাহফুজুর রহমান এর সভাপতিত্বে উক্ত ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আশরাফুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরার সাবেক অঞ্চল পরিচালক অধ্যাপক ইবনে কারীম আহমেদ মিঠু এবং অন্যান্য দায়িত্বশীলগণ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আশরাফ বলেন, ধনীদের সম্পদে অভাবগ্রস্ত দরীদ্র মানুষদের হক রয়েছে। ধনীদের কর্তব্য তাদের সম্পদে যারা ভাগিদার তাদের হক যথাযথ আদায় করা। সাদাকাতুল ফিতের যথাযথ প্রক্রিয়ায় আদায় হয় না, সর্বোচ্চটুকু আদায় করা দরকার। অধিকার বঞ্চিত মানুষদের পাশে জামায়াত ছিলো, আছে এবং থাকবে ইনশাআল্লাহ।