মত প্রকাশ

আমরা কেন ব্যর্থ হচ্ছি?

ফিরোজ মাহবুব কামাল

বাঘ ভালুকের ন্যায় বনের হিংস্র পশুদের কারণে দেশে কখনো বড় রকমের বিপর্যয় আসে না। তাতে জনগণের সুখ-শান্তিতেও তেমন ব্যাঘাত ঘটেনা। বরং দেশের সবচেয়ে বড় নাশকতাটিও ঘটে এবং জনগণের শান্তিতে বসবাস অসম্ভব হয় দেশ যখন ফেরাউন-নমরুদ ও মুজিব-হাসিনার ন্যায় জালেম শাসকের হাতে অধিকৃত হয়।

তাই ইসলামে সর্বশ্রেষ্ঠ ইবাদতটি নামাজ, রোজা, হজ ও যাকাত নয়। লাইলাতুল কদরের সারা রাত জাগা নফল ইবাদতও নয়। বরং সেটি হলো জালিম শাসক সরানোর জিহাদ। এবং তাতে জান, মাল ও মেধার বিনিয়োগ। এ জিহাদে যারা শহীদ হয় তারা বিনা বিচারে সরাসরি জান্নাতে যায়। সে প্রতিশ্রুতি পবিত্র কুর’আনে বার বার এসেছে। তাঁদেরকে মৃত বলা মহান আল্লাহ তায়ালা হারাম করে দিয়েছেন। এরূপ প্রতিদান আর কোন ইবাদতে নাই।

এ থেকে বুঝা যায়, ইসলামে সর্বশ্রেষ্ঠ নেক আমল হলো শাসকের আসনে দুর্বৃত্তদের হটিয়ে সবচেয়ে যোগ্য ও ঈমানদার ব্যক্তিকে বসানোর জিহাদ। এটি নবীজীর সুন্নত। রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ এ আসনটিতে আমাদের নবীজি স্বয়ং নিজে বসেছেন। দশটি বছর তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। তার গড়া সে রাষ্ট্র ভেঙে সে আরব উপদ্বীপে আজ ৬ খানা আরব রাষ্ট্র সৃষ্টি করা হয়েছে।

বাংলাদেশের বিপদের মূল কারণ, এদেশের জনগণ একজন ঈমানদার ব্যক্তিকে শাসন ক্ষমতায় বসানোর জন্য জিহাদ দূরে থাক, ভোট দিতেও রাজি নয়। তারা ভোট দেয়ার জন্য শেখ মুজিব ও শেখ হাসিনার ন্যায় ইসলাম থেকে দূরে সরা হিন্দুত্ববাদের দালাল, গণতন্ত্রের খুনি, গণহত্যার নায়ক ও দুর্বৃত্ত বাহিনীর লালনকর্তাদের খোঁজে। তাই বাংলাদেশের এ ব্যর্থতা ও বিপর্যয়ের কারণ শুধু জালিম ও দুর্বৃত্ত সরকার নয় বরং জাহিল ও দায়িত্বহীন জনগণও।

তাই শুধু বাংলাদেশের সরকার পাল্টালে চলবে না জনগণকেও পাল্টাতে হবে। বিপ্লব আনতে হবে শুধু সরকারের আসনে নয়, বরং জনগণের চেতনার ভূমিতেও। আর জনগণকে পাল্টাতে হলে তাদেরকে কুর’আনের জ্ঞানের জ্ঞানবান করতে হবে।‌আরবের বুকে মহান আল্লাহ সুবাহানা ওয়া তাআলা এবং তাঁর রাসূল ঠিক এখান থেকে কাজের শুরু করেছিলেন। কিন্তু আমাদের দেশে সেখান থেকে রাষ্ট্র নির্মাণের কাজের শুরুই হয়নি। ফলে বার বার সরকার পাল্টানো হলেও জনগণের ভাগ্য পাল্টানো যাচ্ছে না। এবং সম্ভব হচ্ছে না সভ্যতর রাষ্ট্র নির্মাণের কাজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button