খেলা-বিনোদন

আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খাঁনটেক ওয়ারিয়রস ক্লাব

ইব্রাহিম হাসান (হাসনাইন) ঃখাঁনটেক স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট -২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় উত্তরা লায়ন্স ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন খাঁনটেক ওয়ারিয়রস ক্লাব ।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১০ টায়, খাঁনটেক জামিয়া মসজিদের দক্ষিন পাশে মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উত্তরা লয়ন্স ক্লাব, উত্তরা ১২ নং সেক্টর থেকে খেলতে এসে পরাজিত হয়েছে, খানটেক ওয়ারিয়র্স ক্লাব দল বিজয় হয়েছে, প্রথম পুরুষ্কার ৫০,হাজার টাকা ২য় পুরুষ্কার ২০, হাজার টাকা।

উক্ত আয়োজনে প্রধান অতিথি : মোঃ আব্দুল সালাম,বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিবিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল আলী, আহবায়ক সদস্য,বিএনপি তুরাগ থানা, ঢাকা মহানগর উত্তর,

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করছে মোঃ সিদ্দিকুর রহমান,আহ্বায়ক, শ্রমিক দল,তুরাগ থানা,ঢাকা মহানগর উত্তর। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ সানজিদ মাহমুদ সুমন, সদস্য সচিব, শ্রমিক দল,তুরাগ থানা,খেলা শেষে দুই দলকে পুরুষ্কার তুলে দেন,বিজয় দলকে ৫০,হাজার টাকা,পরাজিত দল উত্তরা লয়ন্স ক্লাবকে ২০,হাজার টাকা চেক তুলে দেন প্রধান অতিথি। এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ নেতৃবৃন্দ।

খেলা পরিচালনায় ছিলেন মোঃ মাহফুজুর রহমান অমি,মোঃ আকাশ হোসেন, মোঃ আদনান হোসেন নাহিদ,মোঃ ইমন,টুর্নামেন্ট সহযোগিতায় ছিলেন,
মোঃ সেলিম শ্রমিক দল সদস্য।মোঃ পারভেজ হোসেন হাওলাদার, মোঃ রাকিব, মোঃ হানিফ হোসেন, মোঃ সনি মাঝি।

পুরুষ্কার বিতরণের পর প্রধান অতিথি আব্দুল সালাম বলেন, খেলাধুলা মানুষকে মনকে ভালো রাখে,আমাদের সমাজে বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে তিনি আরোও বলেন -তরুণ তরুণী ও যুবকদের খেলাধুলায় সময় দিলে মনোভাব ও মনোবল বৃদ্ধি পায়,ধূমপান ও মাদকের ছোবল থেকে যুবক সমাজকে বাঁচতে ও অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত হবে না। তিনি খেলাধুলায় আয়োজন কারীদের উৎসাহ দেন ও অসংখ্য ধন্যবাদ জানায়।

খেলা দেখতে আশা সাধারণ জনগণ প্রসংশা করেছে- সুশিল সমাজের মানুষ গুলো বলেন খেলার উদ্যোগ কেউ নিলে সকল অভিভাবকদের এবং দেশের রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের এসব খেলাধুলার উৎসাহ ও সহযোগীতার হাত বাড়াইয়া দিতে হবে, তবেই আমাদের যুবক সমাজের ভবিষ্যৎ সু-ফল ঘটবে।

আমাদের বাংলাদেশের যুবক, তরুণ তরুণীরা কেউ মোবাইল আসক্ত,কেউ মাদকাসক্ত, ধূমপান আসক্ত হচ্ছে,এরা আমার আপনার সন্তান, ভবিষ্যৎ জীবন সুন্দর রাখতে খেলাধুলার কর্মসূচি গুলোতে মন বসাতে আমাদের সহযোগিতা করতে হবে। অভিভাবকদের এগিয়ে আসতে হবে
পাকুরিয়া, যাত্রাবাড়ি ও খানটেক এলাকাবাসী বলেন, এরকম খেলাধুলার কর্মসূচির পাশে আমরা আছি এবং থাকবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button