
মাটি মামুন রংপুর :বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর শাখার মুখপাত্র নাহিদ হাসান খন্দকারকে চাঁদাবাজি’র অভিযোগে
তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সম্প্রতি একটি বালু মহালে গিয়ে চাঁদাবাজি’র চেষ্টা করে বলে অভিযোগ উঠে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাকে ৩ দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ দেয়। এ ব্যাপারে ৮ মার্চ নোটিশ প্রদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির মূখ্য সংগঠক আলী মিলনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানায় নাহিদ হাসান খন্দকারকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় কমিটি। এর আগে শনিবার ১ মার্চ একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনা শুরু হয়। ভিডিওতে শোনা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের সঙ্গে এক ব্যক্তির টাকা নিয়ে দরকষাকষি হচ্ছে।