খেলা-বিনোদন

লড়াইয়ের মধ্যে লড়াই

স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়নস ট্রফিতে আজ সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই বাড়তি রোমাঞ্চ ছড়াবে। পাকিস্তান-ভারত ম্যাচে লড়াইয়ের ভেতরে আরো লড়াই দেখা যাবে। যাদের পারফরম্যান্সে যে কোনো সময় ঘুরে যেতে পারে ম্যাচের মোড়। একনজরে দেখে নেওয়া যাক কার সঙ্গে কার লড়াই হতে যাচ্ছে-

বাবর বনাম কোহলি

পাকিস্তান ও ভারতের ম্যাচে ব্যাটিংয়ে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকছেন বাবর আজম ও বিরাট কোহলি। এ দুজনের ওপর বাড়তি প্রত্যাশা থাকে দলের। যদিও সম্প্রতি নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছেন না তারা। পাকিস্তান-ভারত মহারণে বাবর ও কোহলির ব্যাটে হাসি দেখা যেতে পারে।

দুই অধিনায়কের লড়াই

দুদলের দুই অধিনায়কের লড়াইটাও জমবে বেশ। অবশ্য মহারণের আগে নিকট অতীত রেকর্ড বেশ আত্মবিশ্বাস জোগাবে মোহাম্মদ রিজওয়ানকে। তার অধিনায়কত্বে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ তিনটি ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। এ ছাড়া ব্যাট হাতেও ভালো সময় পার করছেন রিজওয়ান। সবশেষ ১০ ইনিংসের মধ্যে চারবারই ৪০ এর ওপরে রান করেছেন। যেখানে দুটি ফিফটির পাশাপাশি আছে একটি সেঞ্চুরি। অফফর্ম থেকে সাম্প্রতিক সময়ে রানে ফিরেছেন রোহিত। যেটা ভারতের জন্য স্বস্তির কারণ। যদিও নেতৃত্বে সাম্প্রতিক সময়টা রিজওয়ানের মতো কাটেনি রোহিতের। তবে তার অধীনে সবশেষ তিনটি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজের মধ্যে দুটিতে জিতেছে ভারত।

আফ্রিদি না শামি

চ্যাম্পিয়নস ট্রফির শুরুটা দুর্দান্ত হয়েছে মোহাম্মদ শামির। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৫৩ রানে তুলে নেন ৫ উইকেট। তার দারুণ বোলিংয়ের ইনিংসের শুরুতেই ব্যাটিং ধস নামে বাংলাদেশ শিবিরে। তাই পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের পেস আক্রমণের প্রধান অস্ত্রকে নিয়ে ফুরফুরে মেজাজেই আছে ভারত। এদিক থেকে বেশ পিছিয়েই থাকবে পাকিস্তান। ছন্দে নেই দলটির অন্যতম পেসার শাহিন শাহ আফ্রিদি। চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ ওভার হাত ঘুরিয়ে ৬৮ রান খরচ করলেও কোনো উইকেট পাননি তিনি।

স্পিনে জাদেজা আর আবরার

স্পিনিং বোলিংয়ে বরাবরই ভারতের ভরসার নাম রবিন্দ্র জাদেজা। দলের প্রয়োজনে ব্রেক থ্রু এনে দিতে পটু এই অভিজ্ঞ ক্রিকেটার। চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে উইকেট না পেলেও ইকোনমিক বোলিং করেছেন জাদেজা। স্পিনের অ্যাটাকে পাকিস্তানের প্রধান ভরসা এখন আবরার আহমেদ। ৮ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এই লেগস্পিনারের শিকার ১৪ উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে ৪৭ রানে নেন এক উইকেট। ভালো শুরু পেলে ভারতের ব্যাটিং লাইনের জন্য বিপজ্জনক হতে পারেন তিনি।

অলরাউন্ডার খুশদিল বনাম হার্দিক

অলরাউন্ডার ক্যাটাগরিতে পাকিস্তানের ভরসার নাম খুশদিল শাহ। বিপিএলের সবশেষ আসরে দারুণ ফর্মে ছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে উইকেট না পেলেও ব্যাটিংয়ে ছিলেন আক্রমণাত্মক। ৪৯ বলে খেলেন ৬৯ রানের ঝোড়ো ইনিংস। অন্যদিকে এই ক্যাটাগরিতে ভারতের অস্ত্র হার্দিক পান্ডিয়া। ব্যাটে-বলে জ্বলে উঠলে পাকিস্তানকে ভড়কে দিতে পারেন এই সিমিং অলরাউন্ডার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button