ফেব্রুয়ারিতে নারী বিপিএল
স্পোর্টস রিপোর্টার:বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আবদার ছিল নারী ক্রিকেটারদের। এমনকি ২০২৩ সালে ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর বিসিবি থেকে ঘোষণা আসে নারীদের জন্য আয়োজন করা হবে বিপিএল। প্রায় দেড় বছর পর ওই ঘোষণা দেখছে আলোর মুখ। চলতি বছরের ফেব্রুয়ারিতে নারী বিপিএল আয়োজন করবে বিসিবি। তিনটি দল নিয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে এই আসর।
গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নারী বিপিএল আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। ৮-৯ দিন সময় নিয়ে এই আসর আয়োজন করা হবে। তিন দলের টুর্নামেন্টে হবে ৭ ম্যাচ। নারী বিপিএল নিয়ে নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘বোর্ড কিছুদিন ধরেই ভাবছিল আমরা নারীদের ক্রিকেটকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সেই বিষয়টা মাথায় রেখে, নারীদের জন্য বিপিএল করা যায় কি না, চিন্তা ভাবনা ছিল। আজকে সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটা করব।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা আশা করছি এটা নারীদের ক্রিকেটকে আরেক ধাপ এগিয়ে নেবে।