বিশ্ব
ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন
আন্তর্জাতিক ডেক্স:প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
নিরাপত্তা মন্ত্রিসভার ১১ জন ভোটার সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটে চুক্তিটি অনুমোদন করেছেন। ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ ইসরায়েলি মন্ত্রিসভার এখনও চুক্তিটি অনুমোদন করতে হবে। এই বৈঠক স্থানীয় সময় বিকেল ৩:৩০ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, যুদ্ধবিরতির ঘোষণার পর থেকে শুক্রবার ভোর পর্যন্ত অন্তত ১১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৮২ জনই গাজা সিটির বাসিন্দা বলে জানিয়েছে সিভিল ডিফেন্স। এছাড়া নিহতদের মধ্যে ২৭ জন শিশু ও ৩১ জন নারী রয়েছে।