জাতীয়

শহীদ জিয়ার জন্মবার্ষিকী: বগুড়ায় বিএনপির ৭ দিনের কর্মসূচি

জেলা প্রতিনিধি বগুড়াঃ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বগুড়া জেলা বিএনপি।

কর্মসূচির মধ্যে রয়েছে ১৮ জানুয়ারি সকাল সাতটায় শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপি অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল সোয়া সাতটায় শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ। বাদ জোহার এবং বাদ আছর বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে মৎস্যজীবী দল ও তাঁতি দলের উদ্যোগে দোয়া মাহফিল।

১৯ জানুয়ারি সকাল ১০টায় ছাত্রদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। সকাল ১০টায় জেলা বিএনপির উদ্যোগে ও ড্যাব বগুড়ার সহযোগিতায় দত্তবাড়ি অ্যাজমা কেয়ার অ্যান্ড প্রিভেশন সেন্টারে ফ্রি চিকিৎসা ক্যাম্প। বাদ আছর বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে জেলা বিএনপির দোয়া মাহফিল।

২০ জানুয়ারি সকাল ১০টায় জেলা যুবদলের উদ্যোগে গাবতলীর বাগবাড়িতে কম্বল বিতরণ, বাদ জোহার বগুড়া পাড়া রওশন শাহ মাদ্রাসায় শহর বিএনপির খাদ্য বিতরণ। বিকাল তিনটায় শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপির আলোচনা সভা।

২১ জানুয়ারি মহিলা দলের উদ্যোগে ফুলবাড়ি শিশু পরিবারে খাদ্য বিতরণ, বাদ আছর মহাস্থান মাজার মসজিদে সদর উপজেলা বিএনপির দোয়া মাহফিল। ২২ জানুয়ারি বাদ আছর বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল, বাদ জোহর আদালত চত্বরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের খাদ্য বিতরণ।

২৩ জানুয়ারি বাদ জোহর বায়তুর রহমান জামে মসজিদে কৃষক দলের দোয়া মাহফিল, দলীয় কার্যালয়ে শ্রমিক দলের শীতবস্ত্র বিতরণ। ২৪ জানুয়ারি বাদ আছর দলীয় কার্যালয়ে জিয়া পরিষদের কম্বল বিতরণ। এছাড়াও সব উপজেলা ও পৌর বিএনপি এসব কর্মসূচি পালন করবে বলে দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button