খেলা-বিনোদন

এখনও প্লে-অফের স্বপ্নে বিভোর ঢাকা

স্পোর্টস ডেস্ক : টানটান উত্তেজনার ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ছয় রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। আসরে নবম ম্যাচ খেলে এটি তাদের দ্বিতীয় জয়। তবুও প্লে-অফ খেলার স্বপ্ন দেখছেন দলটির অধিনায়ক থিসারা পেরেরা।

এবারের আসরে ঢাকার শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। আসরে নিজেদের খেলা প্রথম ছয়টি ম্যাচেই হেরে যায় ঢাকা। সপ্তম ম্যাচে জয়ে ফিরে পেরেরা দল। লিটন দাস ও তানজিদ হাসান তামিমের সেঞ্চুরির ম্যাচে দুর্বার রাজশাহীকে ১৪৯ রানে উড়িয়ে দেয় তারা।

পরের ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে হারলেও নবম ম্যাচে ঠিকই জয় পেয়েছে ঢাকা। এই জয়ে সপ্তম স্থান থেকে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে উঠে এসেছে দলটি। এবার দলটির স্বপ্ন শেষ তিনটি ম্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়া।

ম্যাচ শেষে গণমাধ্যমে পেরেরা বলেন, ‘আমি খুবই খুশি। কয়েকটি ম্যাচ হারার পর এই জয়টি আমাদের দরকার ছিল। সামনের পরিস্থিতি নিয়ে কেউ কিছু বলতে পারে না। সামনে তিনটি ম্যাচ যদি জিততে পারি, ১০ পয়েন্ট হবে। ক্রিকেটে কী হয়, কেউ বলতে পারে না। এজন্যই ক্রিকেট খেলাটা দারুণ। আজকের জয় নিয়ে আমি খুশি।’

‘আমরা যদি এভাবে খেলতে থাকি… এই দলের সম্ভাবনা আমি জানি। ১০ পয়েন্ট হয়ে গেলে যে কোনো কিছুই হতে পারে। এভাবে খেলতে থাকলে আমাদের ভালো সুযোগ আছে।’

সিলেটের বিপক্ষে আগে ব্যাটিং করে ছয় উইকেটে ১৯৬ রান তোলে ঢাকা। যদিও এই ম্যাচে শুরুতে ১৬০ রানে সন্তুষ্ট থাকতে চেয়েছিল দলটি। কিন্তু লিটনের ৪৮ বলে ৭০ এবং পেরেরা ১৭ বলে ৩৭ রানের ইনিংসে ম্যাচের চেহারা বদলে যায়।

বল হাতে দুই উইকেট নেয়া পেরেরা আরও বলেন, ‘ম্যাচের শুরুতে উইকেট ব্যাটিংয়ের জন্য একটু কঠিন ছিল। এজন্য আমরা উইকেট ধরে রেখেছি। মৌলিক কাজ করে গেছি। ব্যাটিং লাইন আপের পরের দিকে তো আমাদের ‘পাওয়ার হাউজ’ আছেই।’

‘আগের দিনও খেয়াল করেছিলাম, দিনের ম্যাচে উইকেট মন্থর থাকে। আমরা ১৬০ রানের কথা ভাবছিলাম। সঠিক লেংথে বল করলে এটা ১৬০ রানের উইকেট। লিটনকে এটাই বলেছিলাম যে, কোনো ঝুঁকি নেয়ার প্রয়োজন নেই, নিজেদের জোনে বল পেলে শট খেলা যাবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button