জাতীয়

শহীদ আসাদের প্রতি বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টারঃ ১৯৬৯ সালে স্বৈরাচারী আইয়ুব খানের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামানের শহীদ দিবসে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগ সংলগ্ন শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে এই শ্রদ্ধা জানান দলটি নেতাকর্মীরা। এসময় শহীদ আসাদের পরিবারের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।

শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রায় শেষ। দ্রুত সংস্কার প্রক্রিয়া শেষ করে গণতান্ত্রিক সরকারের কাছে দেশের ক্ষমতা হস্তান্তর করতে হবে এতে শহীদের আসাদের চেতনা বাস্তবায়ন হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া জরুরি। বিএনপি ও দেশের মানুষ প্রত্যাশা করে দ্রুত নির্বাচন দেবে সরকার। গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রত্যাশা হলো ভোটের অধিকার পাবে দেশের মানুষ। অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ দেবে, এতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

এসময় আসাদ দিবসকে জাতীয়ভাবে পালনের দাবি জানিয়ে শহীদ আসাদের ছোট ভাই ডা. মোহাম্মদ নুরুজ্জামান বলেন, আগে পাঠ্যবইয়ে আসাদের জীবনী ছিলো কিন্তু আজকাল আর সেটি বইয়ে দেখছি না। শহীদ আসাদের ইতিহাস বইয়ে যুক্ত করতে হবে। পাশাপাশি আসাদের স্মৃতিফলক ও আসাদ গেট সংরক্ষণ করতে হবে।

শ্রদ্ধা জানাতে এসে ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ১৯৬৯ সালের স্বাধীকার ও গণতন্ত্র অর্জনের আন্দোলনে পাকিস্তানি স্বৈরাচার আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলনে শহীদ আসাদের মহান আত্মত্যাগ এই ভূখণ্ডের মুক্তিকামী ও গণতন্ত্রকামী গণমানুষের উজ্জ্বল অনুপ্রেরণা হয়ে রয়েছে। যুগে যুগে স্বৈরাচারি জালিমের আবির্ভাবের বিপরীতে মজলুমের লড়াকু মানসিকতার আদর্শ শহীদ আসাদ সব সময়ের মতন ফ্যাসিবাদি শেখ হাসিনা হটানোর আন্দোলনেও আমাদের অনুপ্রেরণার নাম হয়ে ছিলেন। ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে আমরা তাই শহীদ আসাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন শাওন এবং বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button