এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ৭ম সমাবর্তন আগামী ২৭ ফেব্রুয়ারি
উচ্চ শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ৭ম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২৫ রাজধানীর আগারগাও এ অবস্থিত চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে।
এর আগে ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়টির ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়।
আগামী সমাবর্তনকে সামনে রেখে ইতিমধ্যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। সপ্তম সমাবর্তনে যারা অংশগ্রহণ করতে পারবেনঃ
Summer 2017 সেমিষ্টার থেকে Fall 2024 সেমিষ্টারের মধ্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্নকারী সকল ছাত্র/ছাত্রী।
রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্যঃ
যে সকল ছাত্র-ছাত্রী Summer 2017 সেমিষ্টার থেকে Fall 2024 সেমিষ্টারের মধ্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেছেন এবং
(১) ফুল ট্রান্সক্রিপ্ট উত্তোলন করেছেন এই সকল ছাত্র/ছাত্রী নিজ নিজ স্টুডেন্ট পোর্টালে লগ ইন করে সরাসরি রেজিষ্ট্রেশন করতে পারবেন কিন্তু
(২) ফুল ট্রান্সক্রিপ্ট উত্তোলন করেননি সেই সকল ছাত্র/ছাত্রী তাদের যাবতীয় বকেয়া (যদি থাকে) পরিশোধ করে ফুল ট্রান্সক্রিপ্ট উত্তোলনের পরে স্টুডেন্ট পোর্টালে লগ ইন করে রেজিষ্ট্রেশন করতে পারবেন।
রেজিষ্ট্রেশন এর সময় ছাত্র-ছাত্রীকে তাদের সচল মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেস প্রদান করতে হবে।
একটি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি আপলোড করতে হবে। কোনো অবস্থাতেই ছবির সাইজ 2 MB এর বেশি হওয়া যাবে না এবং অবশ্যই .jpg অথবা .jpeg ফরম্যাটে হতে হবে।
কনভোকেশন রেজিষ্ট্রেশন ফিঃ ৭,০০০ টাকা (সার্টিফিকেট ফি সহ) গাউন জামানত: ১০০০ টাকা (ফেরতযোগ্য)
মোটঃ ৮,০০০ টাকা
গেস্ট ফি (সর্বোচ্চ দুইজন, প্রাপ্তবয়স্ক ) : জনপ্রতি ২,০০০ টাকা।
নিম্নে প্রদত্ত ব্যাংক একাউন্টে ফি প্রদান করে পেমেন্ট রিসিপ্ট আপলোড করতে হবে।
Bank Name: Al-Arafah Islami Bank PLC, Tongi Branch, Dhaka.
Account Name: AUB CONVOCATION
Account Number: 1311120018763
Helpline:
E-mail: convocation2025@aub.ac.bd
Phone:+880-1915-277733, +880-1755-969477
৭ম কনভোকেশনকে সামনে রেখে এইউবিতে চলছে নানান আয়োজনের ব্যাপক প্রস্তুতি। এ বিষয়ে এইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মুহাম্মাদ জাফার সাদেক বলেন, গত কনভোকেশন হয়েছিল ২০১৭ সালে মাঝখানে ফ্যাসিস্ট সরকারের অসহযোগিতার কারনে কনভোকেশন আয়োজন করতে পারেনি এইউবি। ২০২৫ এর কনভোকেশন এর মাধ্যমে এশিয়ান ইউনিভার্সিটি এগিয়ে যাবে তার স্ব মহিমায়। বিগত সময়ের মত দেশকে উপহার দিবে সৎ দক্ষ, যোগ্য ও নৈতিকতা সম্পন্ন গ্র্যাজুয়েট।
কনভোকেশনকে সফল করার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থী, ফ্যাকাল্টিজ, কর্মকর্তা কর্মচারীদের উদাত্ত আহবান জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান।