মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তা চায় শাহবাগ থানা পুলিশ
ডেক্স রিপোর্টঃ একজন অজ্ঞাতনামা মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান জানিয়েছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি ২০২৫ সকাল ১১ ঘটিকার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন নিরাপত্তা প্রহরী ডিউটিরত অবস্থায় সামনের ফুটপাতে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সহায়তায় অজ্ঞাতনামা ব্যক্তিকে উদ্ধার করে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ভিকটিমকে মৃত ঘোষণা করেন। ব্যক্তির মৃতদেহ বর্তমানে ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। এ সংক্রান্তে ৫ জানুয়ারি ২০২৫ তারিখে শাহবাগ থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়, যার নং-৩/২৫, তারিখ-০৫/০১/২০২৫ খ্রি.।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে শাহবাগ থানার ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৫২৭) অথবা তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মাহমুদ হাসান (০১৬৮১-৮৮৬৭৯৬) এর নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।