রাজনীতি

দেশে আ.লীগের রাজনীতি করার অধিকার নাই: আখতার

স্টাফ রিপোর্টারঃ দেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।

শুক্রবার শান্তিনগর বাজার মোড়ে পল্টন থানা শাখা আয়োজিত ‘পল্টন রাইজিং’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, বাংলাদেশের মানুষের উপর যারা জুলুম নির্যাতন করেছে, যারা কাউকেই শান্তিতে থাকতে দেয়নি সেই আওয়ামী ফ্যাসিস্টরা না কি ফেব্রুয়ারিতে কর্মসূচি দিয়েছে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই যারা জুলাই আন্দোলনে গণহত্যা করেছে , আমাদের ভাইদের হত্যা করেছে, আমরা বেঁচে থাকতে তাদের এ দেশে প্রতিষ্ঠিত হতে দিবো না।

তিনি বলেন, আমরা এই অন্তর্বর্তী সরকারকে আহ্বান করে বলতে চাই যে আওয়ামী লীগ তাদের সন্ত্রাসী বাহিনী দ্বারা এই দেশে হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের এই দেশে আর রাজনীতি করার অধিকার নাই। তাদের একমাত্র অধিকার বিচারের মুখোমুখি হওয়া।

এসময় তিনি আরও বলেন, বাংলাদেশে দীর্ঘসময়ধরে যে ফ্যাসিবাদ সাধারণ মানুষদেরকে জুলুম করেছে এবং বাংলাদেশকে স্থবির করে দিয়েছিলো, সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের তরুণরাই নেতৃত্ব দিয়ে এই দেশ কে মুক্ত করেছে। এর মাধ্যমে এটা স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশের মানুষ তরুণদেরকেই চায় নেতৃত্বের জন্য। এই অভ্যুত্থানের শক্তিকে দেশের মানুষ হারিয়ে যেতে দিতে চায় না। জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে এবং তাদের মধ্যে যারা বেঁচে আছে তাদের নিয়ে আমরা রাজনীতির নতুন স্বপ্ন দেখব। আমরা স্পষ্ট করে বলি, যে তরুণরা বাংলাদেশের সার্বভৌমত্বকে ফ্যাসিবাদের কবল থেকে রক্ষা করেছে সেই ফ্যাসিবাদের শক্তি যেন আর ফিরে না আসে এবং দেশের মানুষ যেন তাদের অধিকার নিয়ে বাঁচতে পারে সেজন্য তরুণদের উপর দেশের মানুষ আস্থা রাখতে চায়।

আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ, সদস্য এস এম শাহরিয়ার প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button