জাতীয়

রাজধানীতে শীতার্তদের মাঝে ঢাকা জেলা প্রশাসকের কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টারঃ চলমান শৈত্যপ্রবাহে রাজধানীর নিম্ন আয়ের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ঢাকা জেলা প্রশাসক।

শুক্রবার দিবাগত রাতে ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় তিনি বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে ইতোমধ্যে রাজধানীর খেটে খাওয়া নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেয়া সরকারি কম্বলও বিতরণ করা হয়েছে। ঢাকা মহানগরসহ আশপাশের উপজেলায় এ উদ্যোগ অব্যাহত থাকবে।

এদিন রাতে রাজধানীর মোহাম্মদপুর ও কামরাঙ্গীরচর বেড়িবাঁধ এলাকার বিভিন্ন বস্তিতে অসহায় ছিন্নমূল, ভবঘুরে, ভিক্ষুক, বয়স্ক ও প্রতিবন্ধী প্রায় পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে ঢাকা জেলা প্রশাসন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মিজানুর রহমান, নেজারত শাখার ডেপুটি কালেক্টর (এনডিসি) উমর ফারুক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ওয়াহিদুল আলম, তেজগাঁও সার্কেলের পিআইও জাকির হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button