ভারতের আধিপত্য, নেই বাংলাদেশের কেউ
স্পোর্টস ডেস্কঃ ২০২৪ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ ঘোষণা করেছে আইসিসি। এই একাদশে আধিপত্য ভারতীয় ক্রিকেটারদের। এশিয়ান জায়ান্টদের চার ক্রিকেটারের জায়গা হয়েছে সংক্ষিপ্ত সংস্করণের বর্ষসেরা একাদশে। যেখানে নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার।
দলটির অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে রোহিত শর্মাকে। একাদশে ভারতের বাকি তিন ক্রিকেটার হলেন হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিং ও জাসপ্রিত বুমরাহ।
বর্ষসেরা টি-টোয়েন্টি দলে অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, আফগানিস্তান, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা থেকে একজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন। সে একাদশের উইকেটরক্ষক ব্যাটার হিসেবে আছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান।
একনজরে ২০২৪ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি দল: রোহিত শর্মা (অধিনায়ক), ট্রাভিস হেড, ফিল সল্ট, বাবর আজম, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, হার্দিক পান্ডিয়া, রশিদ খান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ।