জাতীয়

বগুড়ায় আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, বগুড়াঃ বগুড়া আওয়ামী লীগের ৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আ.লীগের এসব নেতাকর্মী জুলাই বিপ্লবে দায়ের হওয়া রাজনৈতিক বিভিন্ন মামলার আসামি।

গ্রেপ্তারকৃতরা হলেন, শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বিশার শেখ (২৭), তিনি বগুড়া শহরের রহমাননগর এলাকার সোনা মিয়ার ছেলে, ঠনঠনিয়া এলাকার দেওয়ান সারোয়ার এর ছেলে ও ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দুলাল হোসেন (৫৫), কামারগাড়ী এলাকার মৃত হাসেন আলীর ছেলে ও আওয়ামী লীগ নেতা মো. মাহমুদুন্নবী রাসেল (৪৫), সদরের খামারকান্দী এলাকার মাহফুজুর রহমানের ছেলে ও আ.লীগের সক্রিয় সদস্য মেহেদী হাসান (৩৫), মাটিডালী করতোয়া আবাসিক ফকিরপাড়া এলাকার মৃত আব্দুর রহমান এর ছেলে ও আ.লীগের সক্রিয় সদস্য রিমন রহমান কাঞ্চন (২৩)।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button