আওয়ামী লীগ এখন অনলাইনে হরতাল-অবরোধ করছে: রিজভী
স্টাফ রিপোর্টারঃ ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা জনগণের সাড়া না পেয়ে অনলাইনে হরতাল আর অবরোধ করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার রাজধানীর শেরে বাংলা নগরে মুন্সিগঞ্জ জেলা বিএনপির নবগঠিত নেতা-কর্মীদের নিয়ে দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। শেখ হাসিনা পুনরায় তার বর্বর শাসন ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। সে পার্শ্ববর্তী দেশ থেকে আশ্রয় নিয়ে বাংলাদেশের ভেতর উস্কানিমূলক কাজ ও চক্রান্ত করার জন্য তার নেতা-কর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন। কিন্তু জনগণের সাড়া না পেয়ে এখন তারা হরতাল আর অবরোধ করছেন অনলাইনে।
জনগণের মধ্যে তারা যেতে পারছেন না। এখন কোথায় তার রক্ষীবাহিনী,কোথায় তার যুবলীগ-ছাত্রলীগ, কোথায় তার র্যাব-পুলিশ যাদের দিয়ে নির্বিচারে গণতান্ত্রিক শক্রতি রক্ত ঝরিয়েছে, লাশ করেছেন মাসুম বাচ্চাদেরকে।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের ১৬ বছরে কি হয়েছে আপনারা দেখেছেন? আপনাদের মাধ্যমে বলতে চাই, এদেশে যেন কোনো বিক্ষোভ, কোনো আন্দোলন যাই হোক না কেনো সেখানে আইনশৃঙ্খলা বাহিনী শর্টগান বের করে গুলি করে হত্যার যে দৃষ্টান্ত শেখ হাসিনার পুলিশ বাহিনী রেখেছে, সেই আন্দোলন দমানোর অথবা যেকোনো রাজনৈতিক কর্মসূচিকে দমনের জন্য গুলির ব্যবহার, শর্টগানের ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে।