ফ্যাসিস্ট আ. লীগকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে জনগণ: আসিফ
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। তার সঙ্গে পূজামণ্ডপ পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামও। এসময় হিন্দু সম্প্রদায়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজ-খবর নেন দুই উপদেষ্টা।
উপদেষ্টা আসিফ বলেন, মানুষ চায় না আওয়ামী লীগ কোনোভাবেই তার মতাদর্শ, চেতনা ও দলীয় নাম নিয়ে এরকম গণহত্যা ঘটানোর পর আবারও ফিরে আসুক। কারণ এটা বাংলাদেশের জনগণের জন্য হুমকি স্বরূপ।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র যেমন সফল হয়নি, তেমনি ভবিষ্যতেও কোনো ষড়যন্ত্র সফল হবে না।