তিতুমীর শিক্ষার্থীদের অবরোধে ট্রেনের শিডিউল বিপর্যয়, ভোগান্তিতে যাত্রীরা
স্টাফ রিপোর্টারঃ বিশ্ববিদ্যালয়ের দাবিতে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রাজধানীর মহাখালীতে রেলপথ অবরোধ করায় ঢাকার সঙ্গে সরাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার বিকাল ৩টা ৪০ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন। বিকাল সাড়ে ৫টায় তিনি আমার দেশকে বলেন, আপাতত ঢাকা-টঙ্গী-ঢাকা সেকশন ট্রেন চলাচল বন্ধ আছে। আন্দোলনকারীরা রেলপথ ছাড়লে ট্রেন চলাচল আবার শুরু হবে।
জানা গেছে, বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে রেলপথ অবরোধ করলে রেলকর্মীরা লাল পতাকা দেখান। লাল পতাকা দেখে লাইনে উপকূল এক্সপ্রেস ধীরে ধীরে গতি থামিয়ে মহাখালী রেলগেটের কাছে ট্রেনটি থামানো হয়। এর আগে ঢাকা থেকে ছেড়ে যাওয়া উপকূল এক্সপ্রেস ট্রেনটি মহাখালী থেকে ফিরিয়ে নেওয়া হয়।
ট্রেনটির লোকোমাস্টার লতিফ জানান, আটকে দেওয়ার ঘটনায় বিষয়টি ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষকে জানানো হলে ট্রেনটি পেছনের দিকে ফিরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। সে অনুযায়ী এখন ট্রেন পেছানো নেওয়া হয়েছে। আমাকে যে জায়গায় সিগন্যাল দেওয়া হবে সেখানেই থামবো।
রেলপথ অবরোধের ঘটনায় ট্রেনের শিডিউল দেখা দিয়েছে। দিনের অন্তত ১৮টি আন্তঃনগর ট্রেনের ঢাকা থেকে ছাড়ার শিডিউল থাকলেও সবগুলোরই স্টেশন ছাড়তে বিলম্ব হতে পারে বলে সূত্রের ভাষ্য। ট্রেন চলাচল কখন শুরু হবে, তাও নিশ্চিত নয়। ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। কয়েকজন যাত্রী বলেছেন, সম্প্রতি রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ ছিল। তখন বিপাকে পড়তে হয়েছে। এখন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরুর পর শিক্ষার্থীদের রেলপথ অবরোধে আবারও অনিশ্চয়তায় পড়তে হয়েছে।
শিডিউলে থাকা ট্রেনগুলোর মধ্যে রয়েছে— সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস, চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস, তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস, চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস, দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস, কিশোরগঞ্জগামী এগারসিন্ধুর গোধূলি, খুলনাগামী চিত্রা এক্সপ্রেস, পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস, কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস, চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস, লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস, সিলেটগামী উপবন এক্সপ্রেস, মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস, কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস, রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস, চট্টগ্রামগামী তূর্ণা এক্সপ্রেস এবং পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস। এছাড়া বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস (৭৯৬) ট্রেনটি পদ্মা সেতু হয়ে যাবে বলে ট্রেনটি বিলম্ব নাও হতে পারে বলে জানা গেছে।