মহাখালীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন
স্টাফ রিপোর্টারঃ মহাখালীতে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আন্দোলনে যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে শৃঙ্খলা বাহিনী। মহাখালী রেল লাইনের উপরে অবস্থান করা আন্দোলনকারী শিক্ষার্থীদের ঘিরে রেখেছে বিপুল সংখ্যক পুলিশ।
সম্ভাব্য সব ধরনের পরিস্থিতি বিবেচনায় মোতায়েন করা হয়েছে চার প্লাটুন বিজিবি। প্রস্তুত রাখা হয়েছে পুলিশের রায়ট কার ও জলকামান।
ডিএমপি’র গুলশান ডিভিশনের ডিসি তারেক মাহমুদ জানান, সম্ভাব্য সব ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।
সোমবার বেলা সাড়ে তিনটা থেকে মহাখালীর রেললাইন অবরোধ করে রাখায় সারা দেশের সাথে রাজধানীর ট্রেন চলাচলের সিডিউল বিপর্যয় ঘটেছে।
কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, কমলাপুর থেকে রাজধানীর বাহিরে যাওয়ার উদ্দেশ্যে যমুনা এবং কালনি এক্সপ্রেস ট্রেন দুইটির যাত্রা বিলম্বিত হচ্ছে।
তেজগাঁও স্টেশনে দাঁড়িয়ে আছে নোয়াখালী গামী উপকূল এক্সপ্রেস এবং রাজশাহী মুখী সিল্ক সিটি।
বেলা ৩ টা ৫৫ মিনিটের দিকে কমলাপুর থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি পেছনের তেজগাঁও স্টেশনের দিকে চলে যায়।