জাতীয়

হিন্দু ভাইদের আমরা কখনোই সংখ্যালঘু বলতে চাই না: আমিনুল হক

স্টাফ রিপোর্টারঃ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বিএনপি সকলকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ করে কাজ করতে চান বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

তিনি বলেন, হিন্দু ভাইদের আমরা কখনোই সংখ্যালঘু বলতে চাই না। হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা তারা আমাদের ভাই, আমাদের বন্ধু ও আমাদের প্রতিবেশী। আমরা সকলেই বাংলাদেশি পরিবার হিসেবে তারা আমাদের পাশে থাকবে; আমরাও তাদের পাশে থেকে কাজ করব। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বিএনপি সকলকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।

সোমবার দুপুরে মিরপুর পল্লবীতে শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে তিনটি পূজা মণ্ডপ পরিদর্শনকালে বাণী অর্চনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও নেতৃত্বে আমরা একটি সম্প্রতি ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, যে বাংলাদেশের জন্য এদেশের বহু মানুষ জীবন দিয়েছে ও রক্ত দিয়েছে। সেই মানুষগুলোর শহীদি যে রক্ত, সে রক্ত আমরা বৃথা যেতে দিতে পারি না, কারণ সেই শহীদি রক্তের বিনিময়ে আমরা একটা সম্প্রতি ও সুন্দর বাংলাদেশ গড়তে চাই।

আমিনুল হক বলেন, আওয়ামী স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে তারা দেশের ভেতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হিন্দু ভাইদের ওপর হামলা ও নির্যাতন চালিয়ে এর দায়ভার বিএনপির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এদেশের জনগণ জানে বিএনপি এই ধরনের অপকর্মে কখনও জড়িত ছিল না। গত ৫ আগস্টের পরে এটা প্রমাণিত যে, গত ১৭ বছরে হিন্দু সম্প্রদায়ের ওপরে যে মামলা হামলা ও নির্যাতন করা হয়েছে, এর সবকিছুই আওয়ামী স্বৈরাচার সরকার করেছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button