অন্যান্য

গফরগাঁওয়ে মদ্যপানে প্রাণ গেল ৩ যুবকের

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ) ময়মনসিংহের গফরগাঁওয়ে অতিরিক্ত মদ্যপানে ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ১ জন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভোররাতে ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মাসুদ নামের আরেক যুবক।

এর আগে বুধবার রাতে ঢাকার ইব্রাহীমপুরের বাসিন্দা মাসুদ ও তার বন্ধু ব্রাহ্মনবাড়িয়ার নিজাম দেশীয় মদসহ গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের টুমপাড়া মুদিপাড়া গ্রামে খালার বাড়িতে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টুমপাড়া মুদিপাড়া গ্রামে বুধবার রাতে খালাতো ভাই জলিলের ঘরে বসে ৪ জন মদপান করে। রাতে চারজনই অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে তিনজন গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতেই জলিল, মাসুদ ও নিজামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর সুমনকে বৃহস্পতিবার সকালে গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া ৩ জন হলেন চরআলগী ইউনিয়নে টুমপাড়া মুদিপাড়া গ্রামের আঃ রশিদের ছেলে সুমন মিয়া (৩৫), একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে আঃ জলিল (৪২) ব্রাহ্মনবাড়িয়ার নিজাম উদ্দিন (৩৮)।

অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন খালার বাড়িতে বেড়াতে আসা ঢাকার ইব্রাহীমপুরের বাসিন্দা মাসুদ মিয়া। মাসুদ এখনও শঙ্কামুক্ত নয় বলে জানা গেছে।

গফরগাঁও থানার (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম আমার দেশকে বলেন, মদ জাতীয় অ্যালকোহল পান করে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। হাসপাতালে ভর্তি মাসুদ পুলিশের নজরে রয়েছে। আমি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button