খেলা-বিনোদন

বদলে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম

দেশের অন্যতম প্রধান ও ঐতিহাসিক ভেন্যু পল্টনস্থ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। সেই স্টেডিয়ামের নতুন নামকরণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, এনডিসি সাক্ষরিত চিঠিতে ভেন্যুটির নতুন নামকরণ হয়েছে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’।

স্বাধীনতার আগে থেকেই পল্টনে এই স্টেডিয়াম অবস্থিত। পাকিস্তান আমলে পাকিস্তান ক্রিকেট দল এই স্টেডিয়ামে টেস্ট ম্যাচও খেলেছে। স্বাধীনতা পরবর্তী সময়ে এই স্টেডিয়াম ঘিরেই বাংলাদেশের ক্রীড়াঙ্গন আবির্ভূত হয়। যা ঢাকা স্টেডিয়াম হিসেবে নামকরণ ও পরিচিত ছিল। পরবর্তীতে আওয়ামী লীগ শাসনামলে এটির নামকরণ হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

এই স্টেডিয়ামে আশি-নব্বই দশকে ফুটবল-ক্রিকেট উভয় খেলা-ই হতো। পরবর্তীতে মিরপুরে ফুটবল এবং এখানে হতো ক্রিকেট। ২০০৫ সাল থেকে মিরপুরে স্থায়ীভাবে ক্রিকেট আর পল্টনে ফুটবল চলে আসছে। এই স্টেডিয়াম মূলত ফুটবল ও অ্যাথলেটিক্স ফেডারেশন ব্যবহার করে। তাই নামকরণ পরিবর্তনের বিষয়টি জাতীয় ক্রীড়া পরিষদ বাফুফে সভাপতিকে চিঠির অনুলিপিতে রেখেছে।

দেশের বিভিন্ন স্থাপনার মতো ক্রীড়াঙ্গনেও অনেক স্থাপনার নাম ছিল বিগত সরকার প্রধানের পরিবারের নামে। অন্তর্বর্তীকালীন সরকার সেই সকল স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। এরই আলোকে জাতীয় ক্রীড়া পরিষদ গত সপ্তাহে ১৫০টি উপজেলা স্টেডিয়ামের নতুন নামকরণ করে। আজ পরিবর্তন করল জাতীয় পর্যায়ের এক স্টেডিয়ামের নাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button