জাতীয়রাজনীতি

তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়- আমিনুল হক

ইব্রাহিম হাসান :বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে একটি মানবিক বাংলাদেশ গড়তে চায় জানিয়েছেন

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা কলেজ অডিটোরিয়ামে ঢাকা কলেজস্হ ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদ এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন,স্বৈরাচার মুক্ত বাংলাদেশে তারেক রহমান এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ থেকে আগামীতে একটি সুন্দর সমাজ ও একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চায়।একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়। সেই মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়েই ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও নেতৃত্বে তার আদর্শকে ধারণ করে আমরা রাজনীতি করি। সেই রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে বিএনপি সবকিছুর উর্ধ্বে গিয়ে ঐক্যবদ্ধ রয়েছে। আমরা সকলে ঐক্যবদ্ধ রয়েছি। ঐক্যবদ্ধ থেকেই গত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচার শেখ হাসিনার পতন করিয়েছি। সামনেও আমাদেরকে ঐকবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সফল হতে হবে।

ঢাকা কলেজস্হ ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি সাইফুল ইসলাম শাকিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন,ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস,ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রধান উপদেষ্টা ইয়ামিন রহমান শাহীন,ব্যারিস্টার কাজী আকতার হোসেন, সহকারী এ্যাটনি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিল,বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী এ্যাডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়া,ঢাকা কলেজ শাখা ছাত্রদল আহবায়ক পিয়াল হাসান,সদস্য সচিব মিল্লাদ হোসেন,শিক্ষক উপদেষ্ঠা প্রভাষজ মোঃ ইকবাল হোসাইন,ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশরাক হোসেন
প্রমুখ।

এরআগে আমিনুল হক মিরপুর ১ নম্বরে একটি রেস্টুরেন্টে মিরপুর বাংলা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ঢাকা মহানগর উত্তর মিরপুর থানার ১৩ নং ওয়ার্ড বিএনপি ও শেরে বাংলা নগর থানার ২৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচিতে অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button