রাজনীতি

পিআর পদ্ধতিতেই আগামী নির্বাচন হতে হবে: চরমোনাই পীর

স্টাফ রিপোর্টার:ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, পিআর সিস্টেমে (আনুপাতিক প্রতিনিধিত্ব) নির্বাচন হতে হবে। প্রত্যেকটা ভোটারের ভোটের অধিকার বাস্তবায়ন করতে হবে।

শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৫ম জাতীয় যুব কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের জন্য অস্থিরতা সৃষ্টি করছে কারা? পিআর কেন মানেন না? চাঁদাবাজ ও খুনিদেরকে এদেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। যারা অসংখ্য মায়ের বুক খালি করেছে তাদেরকে যারা নির্বাচনে আহবান করে তারা জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে। তাদের ধোঁকাবাজি জনগণ বুঝতে পারছে। খুনি-চাঁদাবাজদের নিয়ে আবার ক্ষমতা দখল করে নির্যাতনের স্টিম রোলার চালাবেন, সেটা আর হবে না। আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে ছাড়া আমরা মানব না। এই পদ্ধতিতে প্রত্যেকটা ভোটের অধিকার বাস্তবায়ন হবে।

তিনি বলেন, গত ৫৩ বছরে যারা দেশ শাসন করেছে তারা নতুন করে কোনো আশা দেখাতে পারবে না। এখন তাদেরকে পরিবর্তন করতে হবে। ইসলামকে ক্ষমতায় আনতে হবে। হাজার হাজার মায়ের কোল খালি করা আর বিদেশে টাকা পাচার করে বেগম পাড়া তৈরির রাজনীতি দেশের মানুষ চায় না।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, নায়েবে আমির মাওলানা আবদুল আউয়াল ও মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button