রাজনীতি

ইসলামী দলসমূহের মধ্যে ঐক্য সৃষ্টির লক্ষে ৯ দফা

স্টাফ রিপোর্টারঃ ইসলামী দলসমূহের মধ্যে কার্যকর ঐক্য সৃষ্টির লক্ষে দ্বিপাক্ষিক সংলাপ করেছে খেলাফত মজলিস ও জমিয়তে উলামায়ে ইসলাম। সোমবার বিকেল ৩টার দিকে রাজধানীর পল্টনে খেলাফত মজলিস কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে সংলাপে জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা আবদুল কুদ্দুস কাসেমী, সিনিয়র যুগ্ম- মহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী।

অন্যদিকে খেলাফত মজলিসের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- মহাসচিব ড. আহমদ আবদুল, কাদের, সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম-মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, সমাজকল্যাণ ও শিল্প বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. আবুল হোসাইন, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, আলহাজ আমির আলী হাওলাদার প্রমুখ।

সংলাপে জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফত মজলিসের মধ্যে যে ৯ দফা আলোচনা হয়েছে আমার দেশ-এর পাঠকদের জন্য তা নিচে তুলে ধরা হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button