পাকিস্তানে গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের পাঞ্জাবের মুলতান শহরের একটি বাড়িতে এলপিজি গ্যাসের ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৮ জন।
মুলতানের ডেপুটি কমিশনার মুহাম্মদ আলী বুখারি ‘ডন’কে জানিয়েছেন, সোমবার সকালে দেশটির বাণিজ্যিক রাজ্য মুলতানের হামিদপুর কানোরা এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। ট্যাঙ্কারে আগুন লাগার কারণে এটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে, ট্যাঙ্কারটি অল্প সময়েই আবাসিক এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। এতে বিভিন্ন স্থানে আগুন ধরে যায়।
এ ঘটনায় ওই এলাকায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়ে এলাকাটি সিল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিসি বুখারি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার বিভাগের ১৬টি ইউনিট। এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণে শুরুতেই পাঁচজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও একজন পরে মারা যান। নিহতদের মধ্যে দুই নারী ও এক কন্যাশিশু রয়েছে।
বয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় আশপাশের ২০টি বাড়ি পুরোপুরি পুড়ে ধ্বংস হয়ে গেছে এবং ৭০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পুড়ে মারা গেছে ২০টি গবাদিপশু।
এলপিজি সিলিন্ডারের লিকেজ ও বিস্ফোরণের কারণে আগুন লাগার ঘটনা সারা দেশে নিয়মিতই ঘটে আসছে। এ মাসের শুরুতে সিন্ধুর ঘোটকি জেলায় এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের ফলে বাড়িতে আগুন লেগে এক ব্যক্তি দগ্ধ হয়ে মারা যান।